খেলা বিভাগে ফিরে যান

দশমীর দিনে বাংলাদেশকে আরব সাগরে বিসর্জন দিলো দক্ষিণ আফ্রিকা

October 24, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দশমীর দিনে ওয়াংখেড়েতে বিশ্বকাপে বাংলাদেশকে আরব সাগরে কার্যত বিসর্জন দিলো দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি’কক, এইডেন মার্কব়্যামদের কাছে মাথা তুলে দাঁড়াতে বেশ বেগ পেতে হল বাংলাদেশকে।

প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি করলেন কুইন্টন ডি’কক। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করলেন এই ওপেনার। এর আগে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি করেন তিনি।

জবাবে রান তাড়া করতে নেমে ২৩৩ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। বিবর্ণ ব্যাটিং-বোলিংয়ে মঙ্গলবার মুম্বাইতে দক্ষিণ আফ্রিকার কাছে তারা বিধ্বস্ত হলো ১৪৯ রানে। এই বড় ব্যবধান আরও বড় হতে পারত মাহমুদউল্লাহ রিয়াদ লড়াই না করলে। ছয়ে নেমে রেকর্ডগড়া সেঞ্চুরি তুলে নিয়ে তিনি খেললেন ১১১ রানের ইনিংস।

শেষ অবধি ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল প্রোটিয়ারা। টানা ৪ হারের মুখ দেখল বাংলাদেশ। অন্যদিকে ৫ ম্যাচ খেলে ৪টি জয় ও ১টি হার দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশকে ১৪৯ রানের বিরাট ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৮২/৫ (ডি কক ১৭৪, হেনড্রিকস ১২, ডুসেন ১, মার্করাম ৬০, ক্লাসেন ৯০, মিলার ৩৪, ইয়ানসেন ১; মোস্তাফিজ ০/৭৬, ১/৪৪, শরিফুল ১/৭৬, সাকিব ১/৬৯, হাসান ২/৬৭, নাসুম ০/২৭, মাহমুদউল্লাহ ০/২০)।

বাংলাদেশ: ৪৬.৪ ওভারে ২৩৩ (তানজিদ ১২, লিটন ২২, শান্ত ০, সাকিব ১, মুশফিকুর ৮, মাহমুদউল্লাহ ১১১, মিরাজ ১১, নাসুম ১৯, হাসান ১৫, মোস্তাফিজুর ১১, শরিফুল ৬; ইয়ানসেন ২/৩৯, উইলিয়ামস ২/৫৬, কোয়েটজি ৩/৬২, রাবাদা ২/৪২, মহারাজ ১/৩২)।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladesh, #South Africa, #CWC23

আরো দেখুন