দেশ বিভাগে ফিরে যান

‘আপনি কি ভারতীয়?’ হিন্দি না জানায় সাংসদ কানিমোড়িকে প্রশ্ন সিআইএসএফ অফিসারের

August 9, 2020 | < 1 min read

হিন্দিতে কথা বলতে রাজি হননি৷ তাই তিনি ভারতীয় কিনা সেই প্রশ্নের মুখে পড়তে হল ডিএমকে সাংসদ কানিমোড়ি ৷ এ দিন ট্যুইটারে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন কানিমোড়ি ৷

কানিমোড়ির অভিযোগ অনুযায়ী, বিমানবন্দরে এক মহিলা সিআইএসএফ অফিসার তাঁর সঙ্গে হিন্দিতে কথা বলতে শুরু করেন৷ তখন তিনি ওই অফিসারকে তামিল অথবা ইংরেজিতে কথা বলার জন্য অনুরোধ করেন৷ জবাবে ওই সিআইএসএফ অফিসার সাংসদকে প্রশ্ন করেন, ‘আপনি কি ভারতীয়?’

ক্ষুব্ধ কানিমোড়ি ট্যুইটারে লেখেন, ”আজ বিমানবন্দরে এক সিআইএসএফ অফিসারকে আমি তামিল বা ইংরেজিতে কথা বলতে অনুরোধ করি, কারণ আমি হিন্দি জানিনা৷ তখন তিনি আমায় প্রশ্ন করেন, ‘আপনি কি ভারতীয়?’ আমি জানতে চাই, কবে থেকে হিন্দি জানাটা ভারতীয় হওয়ার পরিচয় হয়ে দাঁড়াল?”

সাংসদের এই পোস্টকে সমর্থন করে অনেকেই ট্যুইটারে জানিয়েছেন, হিন্দি জানাটা কখনও ভারতীয় হওয়ার শর্ত হতে পারে না৷ তবে এই ঘটনা কোন বিমানবন্দরে ঘটেছে তার উল্লেখ করেননি ডিএমকে সাংসদ৷

এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কানিমোড়ি বলেন, ‘আর পাঁচজনের মতো আমি একজন খাঁটি ভারতীয়৷’ বিজেপি-র দিকে তোপ দেগে তাঁর অভিযোগ, ‘হিন্দিকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে৷ নতুন শিক্ষা নীতিতেও সেই চেষ্টা করা হয়েছে৷’

যদিও এই ঘটনার জন্য ডিএমকে সাংসদের কাছে ক্ষমা চেয়ে পড়ে ট্যুইট করে সিআইএসএফ৷ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সাংসদের কাছে ঘটনার বিস্তারিত বিবরণ চেয়েছে তারা৷ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ কোনও নির্দিষ্ট ভাষায় কাউকে কথা বলার জন্য জোর করাকে কখনই সিআইএসএফ প্রশয় দেয় না বলেও ট্যুইটে দাবি করা হয়েছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Kanimozhi, #CISF

আরো দেখুন