দেশ বিভাগে ফিরে যান

এবার ‘নিউটন’ রাজকুমার রাওকে জাতীয় আইকন করল নির্বাচন কমিশন

October 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটারদের বুথমুখী করতে এবার বড় চমক জাতীয় নির্বাচন কমিশনের। পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ঘিরে কোমর বেঁধেছে শাসক-বিরোধী দুই পক্ষই। এই আবহে অভিনেতা রাজকুমার রাওকে জাতীয় আইকন হিসেবে নিযুক্ত করল জাতীয় নির্বাচন কমিশন।

ছত্তিসগড়ের দণ্ডকারণ্যের মাওবাদী অধ্যুষিত এলাকায় ভোট করানোর দায়িত্ব পড়েছিল নিউটনের কাঁধে। আদিবাসী এলাকায় প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়েছিলেন বিশেষ চ্যালেঞ্জ। নিউটন ছবিতে ছাপোষা সরকারি কর্মীর ভূমিকায় তাক লাগিয়ে দিয়েছিলেন রাজকুমার রাও। শুধুমাত্র নিয়মরক্ষার খাতিরে ইভিএমের বোতামটেপা নয়, মূল্যবোধ এবং ভোটারদের ভোট দেওয়ার আসল অর্থ বোঝানোর দায়িত্ব নেন পর্দার নিউটন ওরফে রাজকুমার রাও। সেই নিউটনই এবার হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের নতুন মুখ।

নভেম্বর মাসের সাত তারিখ মিজোরামের বিধানসভা ভোট। ছত্তিশগড়ে ভোট ৭ আর ১৭ নভেম্বর। সতেরো তারিখই আবার মধ্যপ্রদেশে নির্বাচন। রাজস্থান আর তেলেঙ্গানায় ভোট হবে যথাক্রমে ২৩ আর ৩০ নভেম্বর। লোকসভা নির্বাচনের দোরগোড়ায় এসে এই পাঁচ রাজ্যের ভোট কার্যত সেমিফাইনাল হিসেবেই দেখা হচ্ছে। আর তারই মাঝে নির্বাচন কমিশনের রাজকুমার রাওকে নতুন মুখ হিসাবে বেছে নেওয়াকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পাঁচ রাজ্যের মধ্যে দু’টি কংগ্রেস শাসিত, আর দু’টিতে বিজেপি এবং এনডিএ সরকার রয়েছে। একটিতে ক্ষমতায় রয়েছে কেসিআর-এর নেতৃত্বাধীন সরকার। হাইভোল্টেজ এই পাঁচ রাজ্যে এনডিএ বনাম INDIA-র লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commission of India, #Rajkummar Rao, #National Icon

আরো দেখুন