আবার ট্রেনে আগুন, এবার উত্তর প্রদেশে, নিরাপদ যাত্রীরা

পাতালকোট এক্সপ্রেসের অন্তত দুটি বগিতে আগুন লেগে যায়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

October 25, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার পাঞ্জাবের ফিরোজপুর যাওয়ার পথে আগ্রা এবং ঝাঁসির মধ্যে ভান্দাই স্টেশনের কাছে পাতালকোট এক্সপ্রেসের অন্তত দুটি বগিতে আগুন লেগে যায়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ বিকেল ৩:৪৫ নাগাদ ধোঁয়া লক্ষ্য করার সাথে সাথে ট্রেন থেকে চারটি বগি আলাদা করা হয়। ট্রেনের দুটি বগিতে আগুন লেগে যায় কিন্তু চারটি কোচ জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কায় চারটিই আলাদা করা হয়েছে, আগ্রায় উত্তর মধ্য রেলওয়ের পিআরও আগ্রা জোন প্রশস্থি শ্রীবাস্তব জানিয়েছেন।

ইঞ্জিন থেকে চতুর্থ কোচ জিএস কোচে আগুন লক্ষ্য করা গেছে। পাঁচটিরও বেশি দমকল ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও পর্যন্ত কোন হতাহতের বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। যাত্রীদের মধ্যে একজনের চুল পুড়ে গিয়েছিল কিন্তু তাকে বাঁচানো হয়েছিল।

আরেকটি ট্রেন – দুরগামি এক্সপ্রেস – সংলগ্ন ট্র্যাকে থামে এবং বেশ কয়েকজন যাত্রীকে এটি দিয়ে ঘটনাস্থল থেকে সরানো হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন