রাজ্য বিভাগে ফিরে যান

বিসর্জনের দিনেই আবাহন, চন্দননগরে শুরু হল জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি

October 26, 2023 | < 1 min read

চন্দননগরে শুরু হল জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফিরে গিয়েছেন উমা। উমার ফিরে যাওয়ার দিনেই চন্দননগরে শুরু হল জগদ্ধাত্রীর কাঠামো পুজো। ফরাসডাঙায় শুরু হল উৎসবের প্রস্তুতি। চন্দননগরে মোট ৭০টি পুজো কমিটি বুধবার জগদ্ধাত্রীর কাঠামো পুজো সেরে ফেলল। লক্ষ্মীপুজোর দিন অন্য পুজোগুলি কাঠামো পুজো হবে। চন্দননগরজুড়ে থিমের মণ্ডপ তৈরি, আলোকসজ্জার কাজ, প্রতিমা গড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি নির্বিঘ্নে উৎসব পালন করার পরিকল্পনা তৈরি করেছে। ইতিমধ্যেই একাধিক নির্দেশ জারি হয়েছে।

জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে অস্থায়ী জেটিঘাট নির্মাণ করছে জেলা প্রশাসন। তার পরিদর্শন হয়ে গিয়েছে। এখন গোটা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো নিয়ে ব্যস্ততা তুঙ্গে। দুর্গাপুজোর আগে থেকেই জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল সেখানে। দশমীর দিন কাঠামো পুজো হয়েছে। জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী ও সপ্তমী পড়েছে ১৯ নভেম্বর, রবিবার। যদিও চন্দননগরে চারদিনেই জগদ্ধাত্রী পুজোর উৎসব শেষ হয় না। ভাইফোঁটার পরদিন অর্থাৎ দ্বিতীয়া থেকেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে।

কয়েক বছর যাবৎ মণ্ডপ এবং আলোকসজ্জা বা থিমেই আটকে থাকছে না চন্দননগরের বড় পুজোগুলি।

২৩ ও ২৪ নভেম্বর বিসর্জনের দিন নির্ধারিত হয়েছে। ৩০০ বছরের পুরনো চাউলপট্টি জগদ্ধাত্রী পুজো সমিতি, তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো সমিতি, বাগবাজার সর্বজনীন, তেমাথা সর্বজনীন, চার মন্দিরতলা সর্বজনীন, লালবাগান সর্বজনীন, উদ্দিবাজার সর্বজনীন-সহ প্রায় ৭০টি পুজো কাঠামো পুজো করে ফেলেছে।

উল্লেখ্য, চন্দননগর ও ভদ্রেশ্বর থানা এলাকায় চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজা কমিটি অনুমোদিত পুজোর ১৭৭টি। পুজোর সময় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় দুই শহরে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিসর্জনের শোভাযাত্রা নিয়ে প্রস্তুতি বৈঠক হয়ে গিয়েছে। পুজো কমিটিগুলিকে নিয়মাবলী জানিয়ে দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chandannagar Jagaddhatri Pujo, #Jagaddhatri Puja, #Jagaddhatri pujo 2023

আরো দেখুন