কোতুলপুরের বিধায়ক দল ছাড়ার পর বিজেপি’র গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্য

বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল।

October 27, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
কোতুলপুরের বিধায়ক দল ছাড়ার পর বিজেপি’র গোষ্ঠী কোন্দল ফের প্রকাশ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঁকুড়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বেশ কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছিল। বিজেপির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে দলের জেলা সদর দপ্তরে তালা বন্ধ করে দিয়েছিলেন বিজেপি কর্মীরাই। তারপরেও সুভাষ সরকার এবং দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি কর্মীদের একাংশ।

বৃহস্পতিবার বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আর তার পরই বঙ্গ বিজেপি’র অন্দরে শুরু হয়েছে দোষারোপের পালা। শুধু তাই নয় বিজেপি’র রাজ্য দপ্তরে দলের দুই শীর্ষ নেতার অপসারণ চেয়ে অভিনব পোস্টার পড়ল।

সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পার্টি অফিসের বাইরে বেনজির বিক্ষোভ আছড়ে পড়েছিল। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তীর ছবিতে জুতো, লাথি কিছুই বাদ যায়নি। এদিন ফের বিজেপি বাঁচাও মঞ্চের তরফে আদি পার্টি অফিসের মূল দরজার আশপাশে অমিতাভবাবু ও অমিত মালব্যের পোস্টার এঁটে দেওয়া হয়। সেখানে গত বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির খলনায়ক হিসেবে এই দুই নেতাকে তুলে ধরা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen