কোজাগরী পূর্ণিমায় এক সঙ্গে লক্ষ্মী ও সরস্বতী আরাধনা? জানেন কোথায় হয়?

২৮ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১ নভেম্বর পর্যন্ত চলবে পুজো ও উৎসব।

October 17, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কোজাগরী পূর্ণিমায় এক সঙ্গে লক্ষ্মী ও সরস্বতী আরাধনা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কোজাগরী পূর্ণিমার রাতে একই সঙ্গে ধনদেবী ও বিদ্যার দেবীর আরাধনা চলে ঝাড়গ্রামে। ১৬২ বছর যাবৎ এইভাবেই লক্ষ্মী ও সরস্বতীর যৌথ আরাধনা হয়ে আসছে। ঝাড়গ্রামের বিনপুরের হাড়দা গ্রামে সাহা ও মণ্ডল পরিবারের এই যৌথ পুজো হয়। ৫ দিন ধরে চলে পুজো।

পুজোর চেয়ে উৎসব বলাই শ্রেয়। পাঁচ দিনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামের বিভিন্ন বাড়িতে আত্মীয় আসেন এই উপলক্ষ্যে। এই পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ হল জিলিপি। ২৫০ থেকে ৩০০ কুইন্টালেরও বেশি জিলিপি বিক্রি হয় লক্ষ্মীপুজোয়। চাল গুঁড়ো দিয়ে তৈরি হয় জিলিপি। তা নিলামও হয়।

১৬ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২০ অক্টোবর পর্যন্ত চলবে পুজো ও উৎসব।হাড়দার লক্ষ্মীপুজোয় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন। পার্শ্ববর্তী নানান জেলার বহু মানুষরাও আসেন পুজোয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen