শতবর্ষ প্রাচীন নৈহাটির বড়মায়ের মন্দিরে নতুন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে আজ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শনিবার লক্ষ্মীপুজোর দিন নৈহাটির বড়মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। নবনির্মিত মন্দিরে ‘বড়মা’র কষ্টিপাথরের মূর্তিতে ‘চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠা’ হবে। শুক্রবার মূর্তির মহাস্নান সম্পন্ন হয়। হয়েছে বাস্তু পূজা, চণ্ডীপাঠ, গীতা পাঠ, ঘটপূজা, হোম যজ্ঞ এবং বেদি পূজন। এসব ধর্মীয় আচার দেখতে বহু মানুষ হাজির হয়েছিলেন মন্দির চত্বরে। অনেকটা দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের আদলে বড়মা’র মূর্তিও স্বর্ণালঙ্কারে সজ্জিত করা হয়। সাড়ে চার ফুটের কষ্টিপাথরের মূর্তিতে ‘প্রাণপ্রতিষ্ঠা’র পর শুরু হবে নিত্য পুজো। তারপর ভক্তদের ভোগ বিতরণও করা হবে বলে জানা গিয়েছে।
বড়কালী পূজার সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, “মন্দিরের নিচ তলায় বড়মায়ের পাশাপাশি রাধা কৃষ্ণের মূর্তিও বসে গিয়েছে। শনিবার প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি কালীপুজোর সময় যেভাবে বাইশ ফুট উচ্চতা বিশিষ্ট ঘন কৃষ্ণবর্ণ বড়মার প্রতিমা তৈরি করে পুজো হয় তার কাঠামোও পুজো করা হবে। নবনির্মিত মন্দির নির্মাণের কাজও প্রায় শেষ। রবিবার মন্দিরের দ্বারদঘাটনে বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। তারপর সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হবে।”
এতদিন নৈহাটির বড়মার মন্দিরে কালীপূজো বাদে সারা বছরই পূজিত হত বড়মার ছবি। গত বছর কালীপুজোর আগেই পুজো কমিটির ঠিক করে বড়মার পুজোর ১০০ বছর উপলক্ষে ফটোর বদলে পাকাপাকি ভাবে বসবে বড়মার কষ্টিপাথরের মূর্তি। মন্দিরের সহ নির্মাণ করা হবে কমবেশি ৩০০জনের ভোগ খাওয়ার ঘর, অতিথি নিবাস, বৃদ্ধাশ্রম।