পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

লক্ষ্মী পুজোতেও থিমের জমজমাট আয়োজন জোকা-গাজোলে!

October 28, 2023 | 2 min read

লক্ষ্মী পুজোতেও থিমের জমজমাট আয়োজন জোকা-গাজোলে!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গাপুজোয় থিমের জোরদার লড়াই দেখেছে কলকাতা সহ গোটা রাজ্য। দুর্গা কৈলাস পাড়ি দেওয়ার পর বাংলায় পা রাখতে চলেছেন মা লক্ষ্মী। এই আগমন ঘিরেও থিমের জমজমাট আয়োজন চলছে বিভিন্ন জায়গায়।

‘বাগনানের লক্ষ্মীর গ্রাম’ বলে পরিচিতি জোকা। লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে এখন সেখানে সাজ সাজ রব। মূলত কৃষিজীবী অধ্যুষিত বলে লোকমুখে এই গ্রাম লক্ষীর গ্রাম হিসেবে পরিচিত। এখানে প্রায় ২০টির মত থিমের পুজো হয়। মণ্ডপসজ্জা থেকে প্রতিমা, একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত পুজো কমিটিগুলি।


জোকা ইন্টারন্যাশনাল এবার থিম করেছে ‘পাখিদের মুক্ত জীবন’। জোকা ক্লাবের থিম, ‘হস্ত শিল্প’। এখানে লক্ষ্মীদেবী নিজে শিল্প নির্মাণে ব্যস্ত। জুনিয়র স্টার ক্লাবের মণ্ডপে ‘দেশাত্মবোধ’-এর নিদর্শন তুলে ধরা হয়েছে। জোকা অ্যাকশন কমিটি ‘মানব জীবনের বিভিন্ন পার্থক্য’ তুলে ধরছে থিমে। জোকা এলাকার পাওয়ার সঙ্ঘ এবার ‘জলপরী রূপের দেবী’কে তুলে ধরেছে। নেতাজি সঙ্ঘ গামছার প্রতিমা তৈরি করেছে। ভাই ভাই সঙ্ঘের প্রতিমা ঝিনুক দিয়ে তৈরি। পাট ও চট দিয়ে মণ্ডপ সাজিয়ে তুলেছে জোকা শীতলামাতা সঙ্ঘ।

বাঙালপুরের এরিয়ান্স ক্লাবের এবছরের পুজোর থিম ‘আমরা নারী, আমরাই পারি’। বাঙালপুর কালীমাতা ব্যায়াম সমিতির এবারের ভাবনা, ‘ধন ধান্য পুষ্প ভরা’। বাঙালপুর নবজাগরণ সঙ্ঘ এবার সন্দেশের প্রতিমা করেছে। অন্যদিকে উলুবেড়িয়া তুলসীবেড়িয়া কামিনার বালক সঙ্ঘের থিম ‘শান্তির প্রতীক’। কামিনা দক্ষিণ পাড়া আমরা সবাই এর ভাবনা ‘ডিজনিল্যান্ড’। কামিনা সংগ্রামী সঙ্ঘের থিম, ‘যুদ্ধ নয় শান্তি চাই’। কামিনা শিল্পী চক্রের ভাবনা ‘মাছ’। নবজাগরণ সঙ্ঘ রাজস্থানের মন্দিরের আদলে মণ্ডপ সাজিয়ে তুলেছে। কামিনা হরিবাসরের থিম ‘ডলফিন’

আবার পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায়ও বারোয়ারি কোজাগরি লক্ষ্মীপুজোর প্রচলন আছে। অনেক জায়গায় দুর্গাপুজোর থেকেও বেশি জাঁকজমক সহকারে লক্ষ্মীপুজো হয়। সেখানে থিমের প্রচলনও আছে। পাঁশকুড়ার গোগ্রাসে বারোয়ারি কোজাগরী লক্ষ্মীপুজোর এবারের থিম গ্র্যান্ড লিজবোয়া’র ভেতর দিল্লির লালকেল্লা!

উত্তরবঙ্গের মধ্যে বিগ বাজেটের লক্ষ্মীপুজো মানেই গাজোলের আলালের চলো পালটাই ক্লাবের পুজো। লক্ষ্মীপুজোতেও যে থিমের ব্যবহার করা যেতে পারে তা দেখিয়ে দিয়েছে তারা। এছাড়াও হিন্দু মুসলিমের সম্প্রীতির পুজো হিসেবে যথেষ্ট পরিচিতি রয়েছে এই পুজোর। ১৬ বছর ধরে আয়োজিত চলো পালটাই ক্লাবের এবারের থিম ‘বৃন্দাবনে মা লক্ষ্মী’। এবার তাদের মণ্ডপে বৃন্দাবনের মধ্যে মা লক্ষ্মীকে দোলনায় বসে থাকতে দেখা যাবে। বৃন্দাবনের দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য ব্যবহার করা হয়েছে নানা ধরনের নকল ফুল এবং গাছপালা। এক টুকরো ব্রজ ধামকে এবার তুলে ধরা হবে চলো পালটাই ক্লাবের পুজো মণ্ডপ প্রাঙ্গণে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gazol, #Lakshmi Pujo, #Joka, #theme pujo, #Lakshmi Puja

আরো দেখুন