নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানের লজ্জার হার টাইগারদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশকে ৮৭ রানের বড় ব্যবধানে হারালো নেদারল্যান্ডস। চলতি বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় জয়। বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর আর জয় পায়নি। দুঃস্বপ্নের বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছেও হেরে বসলো টাইগাররা।
ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডাচরা। অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ফিফটিতে ভর করে ২৩০ রানে অলআউট হয় নেদারল্যান্ড। ৮৯ বলে ৬৮ রান করে এডওয়ার্ডস। জবাবে ৪২.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
কলকাতায় বিশ্বকাপের বোধন হলো লক্ষ্মীপুজোয়। ক্রিকেটের নন্দনকাননে পাঁচের মধ্যে প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-নেদারল্যান্ডস। পুজোর রেশ কাটিয়ে শহরের বাঙালি এবার ইডেনমুখী হবে ভাবনা ছিল। কিন্তু সেই চেনা ইডেনের ছবি ধরা পড়ল না। প্রায় ৭০ শতাংশ ফাঁকা গ্যালারি। জমকালো ভাব উধাও। ম্যাড়ম্যাড় করে বাজছে ডিজে। সর্বসাকুল্যে ১৫ হাজার দর্শক। তবে তারমধ্যে অধিকাংশই বাংলাদেশের। ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর থেকে এসেছিল হাজার হাজার সমর্থক। কিন্তু এদিন তারা নিরাশ।