পুনেতে বাইশ গজের মহারণে আফগান-শ্রীলঙ্কা, কেমন হতে পারে লড়াই?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ৩০শে অক্টোবর, পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপের ৩০ তম ম্যাচে মুখোমুখি হবে হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান এবং কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা।
শুরুটা হার দিয়ে হলে মাঝে ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটায় আফগানরা। তবে এরপর কিউয়িদের কাছে হারে রশিদ খানরা। ফের শেষ ম্য়াচে পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কার বিরুদ্ধে এ বার তৃতীয় জয়ের দৌড়ে নামবেন হসমাতুল্লাহ শাহিদির দল। অন্যদিকে হার দিয়ে শুরু করলেও টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান দখল করেছে কুশল মেন্ডিসের দল।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে ২টি ম্যাচে জয় পেয়েছে এবং ৩টি ম্যাচে হারের মুখ দেখেতে হয়েছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তারা সপ্তম স্থানে রয়েছে। হসমতউল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন দল তাদের আগের ম্যাচটিতে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় পেয়েছিল।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হসমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মহম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, নূর আহমেদ।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
পথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া দি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কা।
চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কাও এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ৩টি ম্যাচে তারা হেরেছে এবং ২টি ম্যাচে তারা জয়ের মুখোমুখি হয়েছে। এখন তারা পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। তারা তাদের আগের ম্যাচটিতে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে হারিয়েছিল। ইংল্যান্ড তাদের সামনে মাত্র ১৫৭ রানের লক্ষ্য রাখতে সক্ষম হয়েছিল। কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন দল ২৪.২ ওভারে ২ উইকেটে ১৬০ রানে পৌঁছনোর মাধ্যমে ম্যাচটিতে জয় পেয়েছিল। আজকের ম্যাচটিতে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।