বিশ্বকাপের মঞ্চে ফের আফগানদের ‘তাণ্ডব’! শ্রীলঙ্কাকে হারাল ৭ উইকেটে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি ক্রিকেট বিশ্বকাপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। আর আজ তারা পুণেতে হারিয়ে দিল আরেক প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে।
কার্যত শ্রীলঙ্কাকে শাসন করে আফগানিস্তান জিতল ৭ উইকেটে। জয়ের ফলে পয়েন্ট তালিকায় পাঁচে উঠে এল আফগানিস্তান। এই জয়ে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন রশিদ খান-রহমত শাহদেররা।
আজ টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। শ্রীলঙ্কার কোনও ব্যাটারই দীর্ঘ ক্ষণ ক্রিজে থেকে বড় রান করতে পারেননি। দলের ২২ রানের মাথায় ফেরেন দিমুত করুণারত্নে (১৫)। দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি বাঁধেন পথুম নিসঙ্ক এবং কুশল মেন্ডিস। দু’জনেই ক্রিজে থিতু হয়ে গিয়েও উইকেট দিয়ে দেন। নিসঙ্ক ফেরেন ৪৬ রানে। মেন্ডিস আউট হন ৩৯ রানে। দলের নির্ভরযোগ্য ব্যাটার সাদিরা সমরবিক্রমও (৩৬) দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি। পরের দিকে অ্যাঞ্জেলো ম্যাথেউজ় (২৩) এবং মাহিশ থিকশানার (২৯) ইনিংসে ভর করে আড়াইশোর কাছাকাছি পৌঁছয় শ্রীলঙ্কা। ফারুকি ১০ ওভারে ৩৪ রানে ৪ উইকেট নেন।
রান তাড়ায় শুরুতেই হোঁচট খেয়েছিল আফগানিস্তান, ইনিংসের চতুর্থ বলেই দিলশান মাদুশঙ্কার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হন রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু ইব্রাহিম জাদরান ও রহমত শাহ ইনিংস মেরামতের কাজটি ৯৭ বলে ৭৩ রানের জুটিতে করেন বেশ ভালোভাবেই। মাদুশঙ্কার শর্ট বলে ইব্রাহিম ক্যাচ দেওয়ায় ভাঙে সে জুটি। রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি গড়েন আরেকটি ৫০ রানের জুটি। লক্ষ্যটা তেমন বড় না হওয়ায় রান রেটের দিকেও খুব বেশি তাকাতে হয়নি তাঁদের শুরু থেকেই।
আফগানিস্তানের হয়ে অর্ধশতরান করলেন রহমত শাহ (৬২), হাসমাতুল্লা শাহিদি (অপরাজিত ৫৮) এবং আজমাতুল্লা ওমরজ়াই (অপরাজিত ৭৩)।