খেলা বিভাগে ফিরে যান

উজবেকিস্তানে জিমন্যাস্টিকসে রুপো জয় নবদ্বীপের দুই স্কুল পড়ুয়ার

October 31, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উজবেকিস্তানের তাসখন্দে সম্প্রতি বসেছিল সিনিয়র ও জুনিয়র আক্রোব্যাটিক্স জিমন্যাস্টিকসের আসর বসেছিল। সেখানে বাংলার মুখ উজ্জ্বল করল নবদ্বীপের দুই স্কুল পড়ুয়া। দেশের হয়ে রৌপ্যপদক জয় করেছে রাইনা মজুমদার ও অঙ্কৃশ কর্মকার।

ভারত থেকে মোট ৩৮ জন প্রতিযোগী তাসখন্দে ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। হংকং, চিন, ব্রুনেই, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, জাপান, উজবেকিস্তান, ইরান, ভারত সহ ১৩টি দেশের প্রতিযোগিরা অংশ নিয়েছিলেন। সেখানেই তারাসুন্দরী গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী রাইনা ও নবদ্বীপ হিন্দুস্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া অঙ্কৃশ কর্মকার রৌপ্যপদক জিতেছেন।

অঙ্কৃশের মা অঞ্জনা কর্মকার বলেন, আমার স্বামী সেলাই মেশিন সারাইয়ের কাজ করেন। ছেলে কেমন করে প্রতিযোগিতায় অংশ নেবে তা নিয়ে খুব চিন্তা ছিল। সেই সময় প্রচুর মানুষ সাহায্য করেছেন। আমার ছেলে তাঁদের মান রেখেছে। রাইনার মা নন্দিতা মজুমদার বলেন, সরকারি সুযোগসুবিধা পেলে ওরা দু’জনেই দেশকে আরও সাফল্য এনে দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gymnastics, #Nabadwip

আরো দেখুন