বিশ্বকাপে হাফ ডজন হার! ইডেনে টানা দ্বিতীয় পরাজয় টাইগারদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের হার শাকিবদের। জয়ের স্বাদ ভুলে গিয়েছে বাংলাদেশ? ইডেনে টসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লিটন দাসরা। ১০ উইকেট খুইয়ে ২০৪ রান তোলে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে সহজেই রান তুলে নেয় বাবররা। ৩২.৩ ওভারেই রান তুলে নেয় পাক ব্যাটাররা। সাত উইকেটে জয়ী হয়ে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে পৌঁছে গেল বাবররা।
এদিন ব্যাট করতে নেমে উইকেট হারাতে আরম্ভ করে টাইগাররা। ৪৫.১ ওভারে গোটা বাংলাদেশ টিম সাজঘরে ফেরে। ৪৫ রান করেন লিটন দাস। মহমদুল্লাহ ৫৬ রান করেন। অধিনায়ক শাকিব করেন ৪৩। পাক বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি ও মহম্মদ ওয়াসিম জাফর তিনটি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে পাক ওপেনাররা দাপুটে ব্যাটিং করেন। শফিক ৬৯ বলে ৬৮ রান করেন। আরেক ওপেনার ফকর জামান ৭৪ বলে ৮১ রান করেন। বাবর এদিনও ব্যর্থ হয়েছেন, মাত্র ৯ রান করে প্যাভেলিয়নে ফেরেন তিনি। তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। তিনটি উইকেটই পেয়েছেন মেহেদী হাসান।