← রাজ্য বিভাগে ফিরে যান
আগামী দুদিন বৃষ্টিতে ভিজবে বাংলা, ঠান্ডা কি আরও বাড়বে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোর আগেই বর্ষণ মুক্ত হয়েছে বাংলা । তবে আগামী দুদিন ৩ ও ৪ নভেম্বর কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। একই সাথে কমবে তাপমাত্রা। কিছুদিন আগে উত্তর-পূর্ব দিক থেকে আসা বাতাস সক্রিয় থাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব রয়েছে বাংলায়। বঙ্গোপসাগর দিয়ে বঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করেছে। ফলে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ৪ নভেম্বর উপকূলবর্তী জেলা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা।
এছাড়াও কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩২.৪ ও ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। দু’টি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।