বুমরাহ-শামি-সিরাজরা গুঁড়িয়ে দিল শ্রীলঙ্কাকে, ভারতের কাছে ৩০২ রানের লজ্জার হার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্বকাপে ভারতের ৩৫৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ৫৫ রানে শেষে হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। বুমরাহ-শামি-সিরাজদের আগুলে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারে নি শ্রীলঙ্কার ব্যাটাররা। ফল হিসেবে চলতি বিশ্বকাপের ৩৩তম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারাল ভারত।
ভারতের ৩৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ইনিংসের প্রথম বলেই ওপেনার পাথুম নিশঙ্কার উইকেট হারিয়ে বসে। জসপ্রীত বুমরাহর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন নিশঙ্কা। উল্লেখযোগ্য বিষয় হল, জসপ্রীত বুমরাহ ভারতের প্রথম বোলার, যিনি বিশ্বকাপের ম্যাচে প্রতিপক্ষের ইনিংসের প্রথম বলে উইকেট তুলে নেন। এর আগে আর কোনও ভারতীয় বোলার বিশ্বকাপে নতুন বলে দৌড় শুরু করে এক্কেবারে শুরুতেই উইকেট নিতে পারেননি। সেদিক থেকে জসপ্রীত বিরল নজির গড়েন বলা যায়।
আর বুমরাহের সেই ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট হারায় শ্রীলঙ্কা। নিজের প্রথম বলেই উইকেট নেন সিরাজ। এবারও এলবিডব্লুউ হয়। ৩.১ ওভারে তিন রানে চার উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার একেবারে তাসের ঘরের মতোই যেন ভেঙে পড়তে শুরু করে। নিজের প্রথম ওভারে বল করতে এসেই শ্রীলঙ্কাকে পঞ্চম ধাক্কা দেন মহম্মদ শামি। ফেরালেন আসালঙ্কাকে। জোড়া উইকেট পান শামির, ১০ ওভারে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। ১২তম ওভারে ফের শামির দাপট। আউট চামিরা। ৬ বল খেলে কোনও রান না করেই সাজঘরে ফিরলেন চামিরা। শামির বলে খোঁচা মেরে রাহুলকে ক্যাচ দেন। উইকেটের পিছনে দাঁড়িয়ে ক্যাচ ধরতে কোনও ভুল করেননি কেএল রাহুল।
১৮তম ওভারের শেষ বলে শামি ফেরান কাসুন রজিথাকে। ১৭ বলে ১৪ রান করে শুভমনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রজিথা। পঞ্চম উইকেট নিয়ে রেকর্ড গড়েন শামি। অবশেষে ৫০পার করার পরেই অলআউট হয়ে গেল শ্রীলঙ্কা। ১৯.৪ ওভারে জাদেজার বলে দিলশান মদুশঙ্কা আইট হয়ে সাজঘরে ফেরেন।
আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে শচীন তেন্ডুলকারের মাঠেই ৪৯তম ওয়ানডে শতকে তাঁকে ছুঁয়ে ফেলার সম্ভাবনা ছিল বিরাট কোহলির। আর শুভমান গিল ও শ্রেয়াস আইয়ারদের সামনে ছিল বিশ্বকাপে প্রথম শতকের হাতছানি।
কিন্তু সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত তিনজনের একজনও তিন অঙ্ক স্পর্শ করতে পারেননি। গিল আউট হয়েছেন ৯২ রানে, কোহলি ৮৮ আর আইয়ার ৮২-তে।
তবে তিনটি শত রান মিসের আক্ষেপের দিনে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহই গড়েছে রোহিত বাহিনী। টসে হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করে ভারত।
শ্রীলঙ্কার হয়ে ৮০ রানে ৫ উইকেট নিয়েছেন দিলশান মাদুশঙ্কা। কোহলি, গিল ও আইয়ার—তিনজনকেই আউট করেছেন বাঁহাতি এই পেসার।
প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠে পড়ল রোহিত ব্রিগেড। আর ২ ম্যাচ বাকি আছে ভারতের। তার আগেই শেষ চার নিশ্চিত টিম ইন্ডিয়ার।
দেখুন UPDATE
- ৫৫ রানে অলআউট শ্রীলঙ্কা, সেমিতে ভারত
- আউউউউউটটটটট! ১৯.৪ ওভারে জাদেজার বলে দিলশান মদুশঙ্কা আইট হয়ে সাজঘরে ফেরেন
- ১৫ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩৭/৮
- ১১ ওভারে শ্রীলঙ্কার স্কোর ২১/৬
- আউউউউউটটটটট!! হেমন্তকে (শূন্য) আউট করলেন শামি। শ্রীলঙ্কা ১৪/৬।
- আউউউউউটটটটট!! আগুনে সিরাজে বলে সাজঘরে ফিরলেন মেন্ডিসও (১)
- আউউউউউটটটটট!! করুণারত্নের পর সমরাবিক্রমেকে (০) ফেরালেন সিরাজ
- তৃতীয় উকেট হারালো শ্রীলঙ্কা। আউট সমরবিক্রম
- দুই ওভার শেষে শ্রীলঙ্কার রান সংখ্যা ২/৩
- দ্বিতীয় উইকেট হারালো শ্রীলঙ্কা। সিরাজের বলে LBW আউট দিমুথ করুনারত্নে।
- প্রথম বলেই শূন্য রানে আউট শ্রীলঙ্কার পথুম নিসাঙ্কা
- ৫০ ওভার শেষে ভারতের রান সংখ্যা ৩৫৭/৮
- সপ্তম উইকেট হারালো ভারত। আউট মহম্মদ শামি।
- আউট শ্রেয়াস আইয়ার। ভারতের ষষ্ঠ উইকেটের পতন
- ৪৫ ওভার শেষে ভারতের রান সংখ্যা ৩০৪/৫
- সূর্যকুমারকে আউট করলেন মদুশঙ্ক
- ৪০ ওভার শেষে ভারতের রান সংখ্যা ২৬৪/৪
- রাহুলকে আউট করলেন চামিরা। ভারত ৩৯.২ ওভারে ২৫৬/৪
- ৩৫ ওভার শেষে ভারতের রান সংখ্যা ২২৫/৩
- শতরান হাতছাড়া বিরাট কোহলি। ৮৮ রান করে আউট হলেন তিনি
- ৩০ ওভার শেষে ভারতের রান সংখ্যা ১৯৩/২
- ৯২ রান করে মদুশঙ্কের বলে আউট হলেন শুভমন গিল
- ২৫ ওভার শেষে ভারতের রান সংখ্যা ১৫১/১
- ২০ ওভার শেষে ভারতের রান সংখ্যা ১২০/১
- ৫৫ বলে অর্ধশতরান পূর্ণ করলেন গিল
- ৫১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি
- ১৫ ওভার শেষে ভারতের রান সংখ্যা ৮৮/১
- ১০ ওভার শেষে ভারতের রান সংখ্যা ৬০/১
- ৫ ওভার শেষে ভারতের রান সংখ্যা ২৫/১
- রোহিতকে আউট করলেন মদুশঙ্ক। ০.২ ওভারে ভারত ৪/১
- টসে জিতে রোহিতদের ব্যাট করতে পাঠাল শ্রীলঙ্কা