রাজ্য বিভাগে ফিরে যান

সুড়ঙ্গের প্রবেশ পথ! ভারতে প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রোয় খোঁড়া হল গভীরতম কুয়ো

August 10, 2020 | 2 min read

বউবাজার বিপর্যয়ের পর চাপা পড়া বোরিং মেশিন তোলার কাজ একদিকে যেমন শুরু হয়েছে, তেমনই ইস্ট-ওয়েস্ট মেট্রো ফের নজির গড়ল কলকাতায়। 

মাটির নীচে তৈরি হল ১৫ তলা বিল্ডিংয়ের সমান এক ভেন্ট শ্যাফ্ট বা বলা যেতে পারে বিশাল এক কুঁয়ো। এর আগে গোটা ভারতে কোথাও এত গভীর ভেন্ট শ্যাফ্ট তৈরি হয়নি। 

এখন প্রশ্ন কী কাজ করবে এই শ্যাফ্ট? জানা গিয়েছে, গঙ্গার তলায় ৫২০ মিটার সুড়ঙ্গ শেষে কলকাতার দিকে তৈরি হয়েছে এই শ্যাফ্ট। শ্যাফ্টের দুদিকে থাকবে দুটো দরজা। 

এই দরজা দিয়ে যাওয়া যাবে মেট্রো টানেলে। ইমার্জেন্সিতে এই দরজা দিয়েই মেট্রো টানেলে ঢোকা বেরোনো যাবে।

দ্রুত গঙ্গার নীচে থাকা সুড়ঙ্গে চলে যাওয়া যাবে।  কারণ এই শ্যাফ্ট থেকে গঙ্গা মাত্র ৬০ মিটার দূরে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #east west metro

আরো দেখুন