ডাচদের হারিয়ে বিশ্বকাপের শেষ চারের আশা জিইয়ে রাখল আফগানরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাইশ গজের বিশ্বযুদ্ধে জমে উঠল সেমিফাইনালের লড়াই। ডাচদের হারিয়ে আট পয়েন্ট পেয়ে শেষ চারের লড়াইয়ে টিকে গেল আফগানরা। চলতি বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ হয়ে উঠেছে অজয় জাদেজার ছেলেরা। ৪৬.৩ ওভারে মাত্র ১৭৯ রান তুলেছিল ডাচরা। ৩১.৩ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় গুরবাজরা।
শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেনি নেডারল্যান্ডসের ব্যাটাররা। চার চারটি রান আউট নড়িয়ে দেয় ডাচদের ভিত। শুক্রবার টস জিতে ব্যাটিং নেওয়া নেদারল্যান্ডস প্রথম ওভারেই ধাক্কা খায়। প্রথম ওভারেই ফেরেন ওয়েসলি বারেসি। ও’ডাউড ৪২ বলে ৪০ রানের জরুরি ইনিংস খেলেন। অ্যাকারম্যান ৩৫ বলে ২৯ করে আউট হন। এঙ্গেলব্রেখট ৮৬ বলে ৫৮ রানের ইনিংস খেলে রানআউট হন। নবি ৩ উইকেট নেন, নূর আহমেদ দুটি উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে দুই আফগান ওপেনার গুরবাজ ও জাদ্রান ব্যর্থ হন। রহমত শাহ ও হাশমাতুল্লাহ শাহীদি দুজনেই হাফ সেঞ্চুরি করেন। হাশমাতুল্লাহ ৫৬ রানে অপরাজিত ছিলেন। আজমাতুল্লাহ ওমারাজী ৩১ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফেরেন। সাত উইকেটে জয়ী হয় আফগানরা।