দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

এগরার ‘বাসাবাড়ি’ কালীপুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস

November 4, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এগরার আকলাবাদ এলাকার ‘বাসাবাড়ি’ কালীপুজো ২৫০ বছরের বেশি প্রাচীন। জড়িয়ে আছে নানা ইতিহাস। এখানে এখনও পুরনো নিয়ম নীতি মেনে পুজো হয়।

এই বাড়ির পুজো আজ থেকে ২৫০ বছর আগে শুরু হয়েছিল। এই বাড়ির নবকুমার বসু ইংরেজ আমলে ৫০টি মৌজার জমিদারি পেয়েছিলেন। এরপর তিনি যখন তৎকালীন পাঁশকুড়ার জমিদারের কন্যাকে বিয়ে করেন তখন যৌতুক উপহার পান ১৬টি মৌজা পান। এই ১৬ মৌজা দেখার জন্য তিনি এগরায় একটি অস্থায়ী ছাউনি তৈরি করেন। সেখানে এসে তিনি থাকতেন এবং মৌজার দেখা শোনা করতেন। পরবর্তী কালে তাঁর এই থাকার জায়গাটি বাসা বাড়ি নামে পরিচিতি লাভ করে। ইংরেজ মন জয় করে এই বসু পরিবার। তাঁরা সাধারণ নাগরিকদের ধৈর্য্যের সঙ্গে ভদ্র আচরণ করে রাজস্ব আদায় করত। আর তাই ইংরেজ সরকার প্রসন্ন হয়ে চৌধুরী উপাধি দেয়।

এই বসু চৌধুরী পরিবার নিষ্ঠার সঙ্গে পূজা অর্চনা করত। নবকুমার বসু চৌধুরী শুরু করেছিলেন দক্ষিণা কালীর পুজো।
আজও সেই অতীতের নিয়ম মেনে পুজো হয়ে আসছে এই বাড়িতে। এখন সেই জমিদারি না থাকলেও পুজোর সাজসজ্জায় এতটুকু ভাঁটা পড়েনি। কালীপুজোর দিন আজও এই বাড়িতে মাকে রুপোর মুকুট, সোনার গয়না পরানো হয়। হয় ছাগ বলি।

কালীপুজোর দিন মন্দিরে পুজো দেওয়ার জন্য দূর-দূরান্ত বিভিন্ন এলাকা থেকে মানুষের ভিড় জমে যায়। কথিত আছে, বাসাবাড়ির মা কালীর যথেষ্ট প্রভাব রয়েছে। এখানে মায়ের কাছে মানত করেন অনেকে। মনোস্কামনা পূরণ হওয়ায় মায়ের কাছে পাঁঠা বলি দেন। ব্রাহ্মণরাই এখানে ভোগ তৈরি করেন। আগে প্রদীপ আর মশাল জ্বালিয়ে পুজো হতো। বর্তমানে মশালের বদলে জেনারেটরের আলোতেই পুজো হয়। পুজো ঘিরে সেজে উঠছে বাসাবাড়ি কালীমন্দির চত্বর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kali pujo, #Egra

আরো দেখুন