কলকাতা বিভাগে ফিরে যান

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা, কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ? রাতে ফেরার কী বন্দোবস্ত?

November 5, 2023 | 2 min read

আজ ইডেনে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। ছবি সৌজন্যে: TOI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ইডেনে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। অনেকেই আজকের ম্যাচকে মিনি ফাইনাল বলছেন। বিশ্বকাপ জ্বরে ফুটছে কলকাতা। টিকিটের জন্য হাহাকার দেখেই আন্দাজ করা যাচ্ছে, আজ স্টেডিয়াম কানায় কানায় ভর্তি থাকবে। দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেটপ্রেমীরা আসছেন। আজ, রবিবার সকাল থেকে ইডেন চত্বরে যান চলাচল নিয়ন্ত্রণ হবে। কলকাতা পুলিশ ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। একাধিক রাস্তা বন্ধ রাখা হবে। দক্ষিণ ও উত্তর থেকে আসে গাড়ির ঘুরিয়ে দেওয়া হবে।

সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অকল্যান্ড রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ এবং গোষ্ঠ পাল সরণীতে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। হাই কোর্টমুখী গাড়িগুলিতে এসপ্ল্যানেড রো ওয়েস্ট দিয়ে পাঠানো হবে।

দক্ষিণ কলকাতা থেকে আসা বাস, মিনি বাসগুলিকে মেয়ো রোড থেকে ঘুরিয়ে দেওয়া হবে। নেতাজি মূর্তি, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদি বাগ দিয়ে পাঠানো হবে।

জেএল নেহরু রোড থেকে বাস, মিনি বাস ঘুরিয়ে বেন্টিঙ্ক স্ট্রিট, মিশন রো, ম্যাঙ্গো লেন হয়ে বিবাদি বাগ পাঠানো হবে।

উত্তর ও পূর্ব কলকাতা থেকে আসা বাসগুলি সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন হয়ে বিবাদি বাগ পাঠানো হবে।

এসএন ব্যানার্জী রোড থেকে আরআর অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদি বাগে পাঠানো হবে।

দক্ষিণ থেকে আসা বাইকগুলোকে এজেসি বোস রোড, সেন্ট জর্জ গেট, স্ট্র্যান্ড রোড হয়ে বিবাদি বাগ আসতে হবে।

উত্তর থেকে আগত বাইক চালকরা বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে যাতায়াত করতে পারেন। এসএন ব্যানার্জি রোড দিয়েও বাইক ঘোরানো হতে পারে।

দক্ষিণ কলকাতা থেকে আসা হাওড়াগামী বাসগুলি হেস্টিংস ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে।

ব্যান্ড স্ট্যান্ড এবং অকল্যান্ড রোডে থাকা বাসস্ট্যান্ড কিরণ শঙ্কর রয় রোড, এসপ্ল্যানেড রো ইস্ট এবং সেন্ট্রাল বাস টার্মিনাসে নিয়ে আসা হচ্ছে।

গোষ্ঠ পাল সরণী, অকল্যান্ড রোড. রাণী রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, মেয়ো রোড, রেড রোড এবং ডাফরিন রোডে পার্কিং করা যাবে না।

১১ নভেম্বর পাকিস্তান বনাম ইংল্যান্ড এবং ১৬ নভেম্বর সেমি ফাইনাল ম্যাচের দিনেও একই নিয়ম কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। 

ম্যাচ ফেরত দর্শকদের জন্য কী ব্যবস্থা?

ম্যাচ ফেরত দর্শকদের বাড়ি ফেরা নিশ্চিত করতে উদ্যোগী রাজ্য। আজ রাতে বাড়তি মেট্রো, বাস, ট্রেন চালানোর উদ্যোগ দেওয়া হয়েছে।

আজ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে বেশি রাতের দিকে স্পেশাল মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

রাত ১০টা ৪৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে বিশেষ পরিষেবা পাওয়া যাবে। এসপ্ল্যানেড থেকে উত্তর ও দক্ষিণমুখী দু’টি রেক দক্ষিণেশ্বর ও কবি সুভাষের উদ্দেশ্যে যাত্রা করবে। রাত ১১টা ১৮ মিনিটে স্পেশাল মেট্রো রেক দুই স্টেশনে পৌঁছবে।

ধর্মতলা থেকে হাওড়া, শিয়ালদহ, গড়িয়া, শ্যামবাজার সহ একাধিক রুটে বেশি রাতে বেসরকারি বাস চলবে।

ইডেন লাগোয়া অঞ্চল থেকে অতিরিক্ত সরকারি বাসেরও ব্যবস্থা করা হয়েছে। শহর ও শহরতলির একাধিক রুটে এই পরিষেবা মিলবে।

শিয়ালদহ ও হাওড়া থেকে লাস্ট লোকালের সময়সূচি বেশ কিছুটা পিছিয়ে দেওয়া হতে পারে।

আজ চক্ররেল পরিষেবাও বেশি রাত পর্যন্ত থাকবে। বিবাদি বাগ স্টেশনে চক্ররেলের বিশেষ পরিষেবা মিলবে।

ইডেনের ম্যাচ দেখে ফেরা দর্শকদের বাড়ি পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#ICC Cricket World Cup, #India vs South Africa, #India, #Kolkata, #traffic, #Eden Gardens

আরো দেখুন