বঙ্গে কবে থেকে পাওয়া যাবে শীতের আমেজ? আরও কী নামবে পারদ?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হবে। রাজ্যে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার কারণে আগামী কয়েক দিনে নিম্নমুখী হবে তাপমাত্রা। ভাইফোঁটার সময় ঠান্ডার আমেজ থাকবে। পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী চারদিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়ায় হ্রাস পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সপ্তাহের প্রথম দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। অর্থাৎ সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহের প্রথম কর্মদিবসে উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। আগামী মঙ্গলবার থেকে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বৃষ্টি হবে না।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সোমবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির আশপাশে থাকবে। মৌসম ভবন জানিয়েছে,, আগামী চারদিন রাজ্যের বিভিন্ন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে।