শুরু আড়াইশো বছরের প্রাচীন কাঠের উৎসব পুরনো মালদহের চারু শেঠের মেলা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুরাতন মালদহের ৫ নম্বর ওয়ার্ডের মুঘলটোলিতে রবিবার থেকে শুরু হল ঐতিহ্যবাহী চারু শেঠের মেলা। চারু শেঠ প্রায় ২৫০ বছর আগে বাইচ প্রতিযোগিতার মধ্য দিয়ে এই মেলার সূচনা করেছিলেন। এখন বাইচ না হলেও ঐতিহ্যবাহী মেলাটি চলছে। মেলায় কাঠের আসবাবপত্র বিক্রি হয়, সেই কারণে মেলাটি কাঠের মেলা হিসেবেও পরিচিতি।একদা মহানন্দা এবং কালিন্দ্রী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা হত। এখন আর তা হয় না। জনৈক চারু শেঠ নামে এলাকার এক প্রভাবশালী ব্যক্তি এবং অন্যান্যরা এই মেলার আয়োজন করতেন।
চার দিন ধরে মেলা চলবে। মেলায় ঘর গৃহস্থালীর প্রয়োজনীয় সব জিনিসই পাওয়া যায়। উদ্বোধনের পরই মেলায় ভিড় উপচে পড়ে। শহরের জামা মসজিদের পাশে মোগলটুলিতে ঐতিহ্যবাহী কাঠের মেলা প্রতি বছর বসে। লক্ষ্মীপুজোর সাত দিন পর ওই মেলার আয়োজন হয়।
মহানন্দা এবং কালিন্দ্রী নদীর মোহনায় মেলার আয়োজন হয়। জেলার নানান প্রান্ত থেকে মানুষ মেলায় আসেন। খাবারের দোকান, বিনোদনের ব্যবস্থা থেকে শুরু করে নানাবিধ জিনিদের দোকান বসে। মূল আকর্ষণ হল কাঠের তৈরি নানান জিনিস। সূক্ষ্ম কারুকার্য ও আসবাবপত্র বিক্রি হয় এখানে।