দেশ বিভাগে ফিরে যান

রেশন নিয়ে অভিযোগে শীর্ষে যোগীরাজ্য, বলছে খোদ মোদী সরকার

November 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রেশন ব্যবস্থা নিয়ে অভিযোগের নিরিখে দেশে শীর্ষে ডবল ইঞ্জিন যোগীরাজ্য উত্তরপ্রদেশ। খোদ মোদী সরকারের পরিসংখ্যানেই তা স্পষ্ট হয়েছে। খাদ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি রাজ্যে রাজ্যে রেশন ব্যবস্থা সংক্রান্ত অভিযোগের পরিসংখ্যান সংসদে পেশ করেন। ২০১৯ থেকে ২০২২ সালের জুন পর্যন্ত উত্তরপ্রদেশ থেকে ১৭৮৬টি অভিযোগ এসেছিল রেশন নিয়ে। অন্য রাজ্যগুলির অভিযোগের সংখ্যা অনেক কম। মোদী সরকারের পরিসংখ্যানেই স্পষ্ট হয়েছে, গোটা দেশের রেশন দুর্নীতির তিনভাগের একভাগ উত্তরপ্রদেশেই হয়েছে। দ্বিতীয় স্থানে বিহার, অভিযোগের সংখ্যা ৭১৮টি। বাংলায় তুলনায় অভিযোগের সংখ্যা অনেক কম, ৩৮৩। সিকিম ও মিজোরামের মতো রাজ্য ও কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাদাখ, দমন ও দিউয়ে রেশন সংক্রান্ত অভিযোগের সংখ্যা শূন্য।

মোদী সরকার জানিয়েছিল, অভিযোগগুলি আম জনতা, সংস্থার এবং সংবাদ মাধ্যমের রিপোর্টে নথিভুক্ত। অভিযোগ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত এলাকার প্রশাসনকে জানানো হয়েছে, বলে জানিয়েছে মোদী সরকার। ২০১৯ থেকে ২০২২-এর জুনের মধ্যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকা থেকে আসা মোট অভিযোগের সংখ্যা ছিল ৫৭৯৮।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #Ration Shop

আরো দেখুন