খেলা বিভাগে ফিরে যান

মুখোমুখি ডাচ-ইংল্যান্ড, নিয়ম রক্ষার ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা?

November 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ পুণেতে মুখোমুখি হচ্ছে নেডারল্যান্ডস ও ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে দুই দলের কোনটিরই আর কোনও আশা নেই। পয়েন্ট টেবিলে শেষ দুই স্থানে ঠাঁই হয়েছে এই দুই দলের। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের এহেন পরিণতিতে হতবাক ক্রিকেট বিশ্ব। পয়েন্ট টেবিলের শেষে রয়েছে ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে মাত্র একটিই ম্যাচে তারা জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন ঘটালেও সেই ধার ধরে রাখতে পারেনি ডাচর। সাত ম্যাচের মাত্র দুটিতে জিতে স্কট এডওয়ার্ডসদের জায়গা হয়েছে পয়েন্ট টেবিলের নয় নম্বরে। তাই আজকের ম্যাচ কার্যত নিয়মরক্ষার। সেই ম্যাচে জস বাটলারদের মুখোমুখি হবে নেডারল্যান্ডস। দুই দলই বিশ্বকাপের শেষলগ্নে এসে জয়ের স্বাদ পেতে চাইবে।

এখন পর্যন্ত ওয়ান ডে-তে মোট ছয়বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড-নেদারল্যান্ডস। দুই দলের বিশ্বকাপে দেখা হয়েছে তিনবার। দ্বি-পক্ষীয় সিরিজে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। সবগুলোতেই জয় পেয়েছে ইংল্যান্ড। ১৯৯৬ সালে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড-নেদারল্যান্ডস প্রথম মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ৪৯ জয় পেয়েছিল ইংল্যান্ড। ২০১১ সালে ভারতের মাটিতে নাগপুরে ডাচদের বিপক্ষে ৬ উইকেটে জিতেছিল ব্রিটিশরা। গত বছরের জুনে নেদারল্যান্ডস সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। আজ কি হাফ ডজন হারের বদলা নিতে পারবে ডাচরা? নাকি ব্রিটিশরা চলতি বিশ্বকাপে দ্বিতীয় জয় পাবে? খেলা শুরু দুপুর দুটো থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#England vs Netherlands, #ENG vs NED, #World Cup 2023, #ODI World Cup 2023, #CWC23

আরো দেখুন