কালীপুজোয় দেখা মিলবে না বড়মার? ক’দিন বন্ধ থাকবে মন্দির?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চার দিনের জন্য বন্ধ থাকবে নৈহাটির বড়মার মন্দির। ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখে কালীপুজোর দিন থেকে চার দিন অর্থাৎ ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত বড়মার মন্দির দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। মায়ের নিত্যপুজো চলবে। অরবিন্দ রোডে বড়মার মূর্তিতে পুজো হবে। ২২ ফুটের মূর্তি তৈরি হচ্ছে সেখানে। ১২ তারিখ রাতভর পুজো হবে।
বড়মার মন্দির উদ্বোধনের পর থেকেই পুজো দেওয়ার ঢল নামছে। প্রতি মঙ্গল ও শনিবার বিপুল জনসমাগম হচ্ছে। এখনই কালীপুজোর সময় নৈহাটির অধিকাংশ হোটেল ও গেস্ট হাউস বুক হয়ে গিয়েছে। গত বছর ৬০ হাজার পুজো পড়েছিল। মনে করা হচ্ছে, এবার সেই সংখ্যাও ছাপিয়ে যাবে।
বিদেশ থেকেও বহু মানুষ পুজো দেওয়ার ইচ্ছাপ্রকাশ করতে শুরু করেছেন। অনলাইনে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ভিড়ের কথা মাথায় রেখেই কালীপুজোর চারদিন বড়মার মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে। অরবিন্দ রোডের বাৎসরিক পুজোয় রাত ১২টায় পুজো শুরু হবে, সকাল অবধি পুজো চলবে।