বিনোদন বিভাগে ফিরে যান

দেশাত্মবোধক গানের বিকৃতি? এআর রহমানের বিরুদ্ধে সোচ্চার সমাজ মাধ্যম

November 9, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহকপাট’ গানটিকে বিকৃত করার অভিযোগ উঠল এআর রহমানের বিরুদ্ধে। অ্যামাজন প্রাইমে ১০ নভেম্বর মুক্তি পেতে চলেছে পিপ্পা। ক্যাপ্টেন বলরাম সিং মেহতার জীবনের উপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের কাহিনি উঠে এসেছে এখানে। রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ছবিটির সঙ্গীত বিভাগ সামলাচ্ছেন এআর রহমান।

ছবিতে কারার ওই লৌহকপাট গানটি ব্যবহার করা হয়েছে। নজরুলের লেখা এই গানটি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক, যা অগ্নিযুগের বিপ্লবীদের আত্ম বলিদানকে স্মরণ করায়। ছবিতে সেই গানের নয়া একটি সমীকরণ ব্যবহার করা হয়েছে। সুর বদলে নতুন করে গানটি তৈরি করেছেন এআর রহমান। যা নিয়ে ক্ষুব্ধ সমাজ মাধ্যম। নেটিজেনদের বক্তব্য, গানের ভাবনাই বদলে গিয়েছে। রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#A R Rahman, #patriotic songs, #PIPPA

আরো দেখুন