খেলা বিভাগে ফিরে যান

শেষ চারে যেতে আজ প্রোটিয়াদের অবিশ্বাস্য রান রেটে হারাতে হবে আফগানদের

November 10, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রিকেট বিশ্বকাপের ৪২ তম ম্যাচে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকা, ইতিমধ্যেই শেষ চারের জন্য যোগ্যতা অর্জন করেছে। আজকের ম্যাচটি জিতে তারা গ্রুপ পর্যায়ের খেলা শেষ করতে চাইবে। যা সেমিফাইনালের আগে তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।

অন্যদিকে, সেমিফাইনালে আফগানিস্তানের যাওয়ার সুযোগ খাতায় কলমে রয়েছে। যুগ যুগ আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালে যাওয়ার পথ খবই কঠিন করে ফেলেছে। ফলে সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করতে চাইলে অবিশ্বাস্য রান রেটে প্রোটিয়াদের হারাতে হবে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ এমনিতে ব্যাটিং সহায়ক। এই ভেন্যুতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ:

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, নবীন-উল হক।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ:

কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, তাবরেজ শামসি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #World Cup 2023, #South Africa vs Afghanistan, #SA vs AFG

আরো দেখুন