জানেন কি কেন পালিত হয় ধনতেরাস?

আলো সৌভাগ্য, পবিত্রতা, পরাক্রমকে জয় করার প্রতীক। ৫দিনের দীপাবলি উত্‍সবের প্রথম দিনটি ধনতেরাস।

November 10, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীপান্বিতা কালীপুজোকে বলা হয় আলোর উত্‍সব। আলো সৌভাগ্য, পবিত্রতা, পরাক্রমকে জয় করার প্রতীক। ৫দিনের দীপাবলি উত্‍সবের প্রথম দিনটি ধনতেরাস। এটি মঙ্গলকামনার উৎসবও বলা হয়। এই পাঁচটি উৎসব যথাক্রমে ধনতেরস, ভূত চতুর্দশী, শ্যামপুজো, দীপাবলি, লক্ষ্মীপুজো। মূলত অবাঙালিদের মধ্যে এর প্রচলন হলেও কালক্রমে বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই উৎসব। মূলত এই উৎসবে সোনা কেনা হয়।

ধনতেরসের অপর নাম – ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী। ‘ধন’ শব্দের মানে সম্পত্তি। ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের ১৩তম দিন। দীপাবলীর সময় লক্ষ্মীপুজোর দিন দুই আগে ধনতেরাস হয়। বলা হয়, ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী তার ভক্তদের গৃহে যান ও তাঁদের ইচ্ছাপূরণ করেন। ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। তাঁরা এ দিন দামি ধাতু কেনেন। সম্পদের দেবতা কুবেরও এ দিন পূজিত হন।

কথিত আছে, রাজা হিমার ১৬ বছরের ছেলের এক অভিশাপ ছিল। তার কুষ্ঠিতে লেখা ছিল, বিয়ের চার দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে। তার স্ত্রীও জানতো সেই কথা। তাই সেই অভিশপ্ত দিনে সে তার স্বামীকে সে দিন ঘুমোতে দেয়নি। শোয়ার ঘরের বাইরে সে সমস্ত গয়না ও সোনা-রূপার মুদ্রা জড়ো করে রাখে। সেই সঙ্গে সারা ঘরে বাতি জ্বালিয়ে দেয়। স্বামীকে জাগিয়ে রাখতে সে সারারাত তাকে গল্প শোনায়, গান শোনায়। পরের দিন যখন মৃত্যুর দেবতা যম তাদের ঘরের দরজায় আসে, আলো আর গয়নার জৌলুসে তাঁর চোখ ধাঁধিয়ে যায়। রাজপুত্রের শোয়ার ঘর পর্যন্ত তিনি পৌঁছন ঠিকই। কিন্তু সোনার উপর বসে গল্প আর গান শুনেই তাঁর সময় কেটে যায়। সকালে কাজ অসম্পূর্ণ রেখেই চলে যান তিনি। রাজপুত্রের প্রাণ বেঁচে যায়। পরদিন সেই আনন্দে ধনতেরাস পালন শুরু হয়। পৌরানিক কাহিনি অনুসারে, দীপাবলি বা ধনতেরাসের দিন যাঁর ঘর ১৩টি প্রদীপ দিয়ে আলো জ্বালানো থাকে, তাঁর গৃহে সুখ-শান্তি ও সমৃদ্ধি সারা বছর বজায় থাকে।

ধনতেরাসের পরের দিন নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী। দীপাবলীর আগের দিন এটি। একে ছোটি দিওয়ালিও বলে। ভারতে ধনতেরাস উত্সব উদযাপিত হয় সোনা, রুপো বা বাসন কিনে। একে সৌভাগ্যের লক্ষণ বলা হয়। নতুন জামাকাপড়ও এ সময় কেনে মানুষ। এরপর আসে লক্ষ্মী পুজো। চারিদিকে প্রদীপ জ্বালিয়ে দেবীর আরাধনা করা হয়। পুজো হয় গণেশেরও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen