জানেন কী কলকাতার পাঁচ বিখ্যাত কালীপুজো কোনগুলি? দেখে নিন এক ঝলকে

বাংলায় কালীপুজো মানেই আলোর উৎসব।

November 12, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
জানেন কী কলকাতার পাঁচ বিখ্যাত কালীপুজো কোনগুলি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় কালীপুজো মানেই আলোর উৎসব। বাংলার বিভিন্ন কালীপুজোর জনপ্রিয়তা সারা দেশে ছড়িয়ে আছে। তাই এই পুজোর সময় নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এ রাজ্যের পুজো দেখতে। কথায় বলে ‘কালী কলকাত্তাওয়ালি’। বিশেষত শহর তিলোত্তমায় নামে দর্শনার্থীর ঢল। এক নজরে দেখে নিন, মহানগরীর আকর্ষণের কেন্দ্রে রয়েছে কোন পাঁচ কালী পুজো  

দক্ষিণেশ্বর কালী মন্দির- দক্ষিণেশ্বরে মা কালী পূজিতা হন ভবতারিণী রূপে। জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে দক্ষিণেশ্বরের কালী পুজো একদম শীর্ষে। বিভিন্ন প্রান্তের মানুষ এখানকার মায়ের দর্শন পেতে ছুটে আসেন সারা বছর। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে, দীপান্বিতা কালীপুজোর দিন এখানে অসংখ্য দর্শনার্থীদের ভিড় হয়ে থাকে।

কালীঘাট- ভক্তদের মতে, এখানে দেবী খুবই জাগ্রত। একান্নপীঠের একপীঠ দেবতীর্থ কালীঘাটের কালী খুবই জনপ্রিয়। মন্দির সংলগ্ন একটি কুণ্ডে সতী মায়ের ডান পায়ের একটি আঙুল পাওয়া গিয়েছিল, যা এখনও সংরক্ষিত আছে মন্দিরের সিন্দুকে। 

টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দির- ইতিহাস অনুযায়ী, বড়িশার নন্দদুলাল রায়চৌধুরীর কন্যা করুণাময়ীর মৃত্যুর পরে বাবাকে তিনি স্বপ্নাদেশ দিয়েছিলেন। একটি বিশেষ কষ্টিপাথর দেখিয়ে বলেন,এই রূপে তিনি বিরাজ করবেন। তাই তাঁর বাবা সেই কষ্টিপাথর থেকে কালীমূর্তি গড়ে ‘মা করুণাময়ী’ নামে পুজো শুরু করেন।

ঠনঠনিয়া কালীবাড়ি- শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির অতি প্রাচীন এবং অত্যন্ত জনপ্রিয়। জনশ্রুতি আছে, অতীতে ডাকাতদের আক্রমণ থেকে সতর্ক করার জন্য এই মন্দিরের ঘণ্টা বাজিয়ে ঠনঠন শব্দ করা হত। সেই থেকেই এই মন্দিরের নাম হয় ঠনঠনিয়া কালীবাড়ি।

ফিরিঙ্গী কালীবাড়ি- মন্দিরের সামনের দেওয়ালের ফলকে লেখা আছে, “ওঁ শ্রীশ্রীসিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরাণী/ স্থাপিত ৯০৫ সাল, ফিরিঙ্গী কালী মন্দির”। এর থেকে অনুমান করা হয়, মন্দিরটি ৯০৫ বঙ্গাব্দে স্থাপন করা হয়েছিল। পর্তুগিজ বংশোদ্ভূত অ্যান্টনি হেন্সম্যান নামক এক কবিয়াল এই স্থানে এসে উপলব্ধি করেছিলেন, খ্রিস্ট আর কৃষ্ণ একই। তাঁর অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত হয় এই কালীবাড়ি। ভক্তরা সিদ্ধেশ্বরী কালী মাকে ‘ফিরিঙ্গি কালী’ নামেও পুজো করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen