← রাজ্য বিভাগে ফিরে যান
ভাইফোঁটা ও কার্তিক পুজোয় রাজ্যে বৃষ্টি? কী বলছে আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি থাকবে।
ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এবার আছড়ে পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ তৈরি হলেও কোন দিকে যাবে, তা জানতে আরও কয়েকদিন সময় লাগবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আগামী বুধবার থেকে শুক্রবার, অর্থাৎ ভাইফোঁটা ও কার্তিক পুজোর দিন উপকূলবর্তী এলাকায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের যেসব এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেইগুলি হল – উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা।
ভাইফোঁটা থেকে রাতের তাপমাত্রাও কিছুটা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস আরও জানাচ্ছে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় আজও শুকনো থাকবে আবহাওয়া।