রাজ্য বিভাগে ফিরে যান

গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে, বাংলায় ধেয়ে আসছে বৃষ্টি

November 14, 2023 | < 1 min read

গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে, বাংলায় ধেয়ে আসছে বৃষ্টি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আন্দামান সাগর এলাকার ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আজই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হবে।

হাওয়া অফিস জানাচ্ছে আজ দুপুরের পর থেকেই বিভিন্ন জেলায় মেঘলা আকাশ থাকবে। আগামী ১৫ই নভেম্বর অর্থাৎ ভাইফোঁটার দিন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

রাজ্যে শীতের আমেজ অনেকটাই বেড়েছে । উত্তরবঙ্গে আগামী কিছুদিন বৃষ্টি হবে না।

আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Weather updates, #West Bengal, #Weather forecast, #Weather Update, #rainfall

আরো দেখুন