আবহাওয়ার খামখেয়ালিপনার সঠিক পূর্বাভাস দেবে অ্যাপ, তৈরি করলেন বাঙালি প্রযুক্তিবিদ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্থানীয়ভাবে প্রাকৃতিক দুর্যোগ বা কোনও অস্বাভাবিকতার সঠিক পূর্বাভাস দিতে একেবারে বাংলায় নয়া অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করেছেন রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউটের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক প্রীতিময় সান্যাল। করোনার সময়ও তিনি রোগের সঙ্গে লড়াইয়ের একাধিক অ্যাপ এবং ডিভাইস তৈরি করে চমকে দিয়েছিলেন। এবার তিনি তৈরি করেছেন ‘মাইক্রো ক্লাইমেট ইনফরমেশন সিস্টেম (এমসিআইএস)-স্মৃতি’। স্মৃতি হল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল। এছাড়া, ‘অ্যারিমা’ নামে একটি মেশিন লার্নিং নির্ভর অ্যালগরিদম অ্যাপটির চালিকাশক্তি।
এই প্রযুক্তির সাহায্যে আবহাওয়ার এই খামখেয়ালিপনার সঠিক পূর্বাভাস দেওয়া যাবে। এর ফলে বহু সমস্যা যেমন কমে যাবে, তেমনই প্রাকৃতিক বিরূপতার কারণে প্রাণ ও সম্পত্তিহানির পরিমানও কমানো যাবে।
প্রীতিময়বাবু জানান, নাসার স্যাটেলাইটের তথ্য ব্যবহার করে অ্যাপটি চলছে। নাসার ওপেন সায়েন্সের মাধ্যমে ইতিমধ্যে অ্যাপটি স্বীকৃতি ও প্রশংসা পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক এই প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে। সেক্ষেত্রে আরও বড় আকারে অ্যাপটি আসবে। আইআইটি খড়্গপুরের প্রাক্তনী সংসদ পরিচালিত একটি সংস্থাও অ্যাপটির বাণিজ্যিক বিপণনে অর্থ ঢালতে আগ্রহ দেখিয়েছে।