আজ মহানগরে বিশ্বকাপের সেমিফাইনাল, কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জেনে নিন
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি। ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের।
আজ ভোরে আরও ঘনীভূত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । ১৬,১৭,১৮ নভেম্বর মৎস্যজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদীয়া এবং পূর্ব বর্ধমান জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
সকাল থেকেই কলকাতা সহ গোটা রাজ্যের আকাশ মেঘলা হয়ে আছে। কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। ১৭ নভেম্বর সর্বাধিক ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়। হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়ায় মাঝারি বৃষ্টি হবে। এইসব এলাকায় জারি হয়েছে কমলা সতর্কতা।