কাটল না ‘চোকার্স’ তকমা, সেই CWC-23-এর সেমিফাইনালে হার দক্ষিণ আফ্রিকার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রিকেটের অন্যতম সেরা স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেনসে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে বৃহস্পতিবার দুপুরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। কিন্তু অস্ট্রেলিয়ার তিন পেসার স্টার্ক (৪৩/৩), হ্যাজেলউড (১২/২) এবং কামিন্সের (৫১/৩)গতির কাছে মাথা নোয়াতে হল প্রোটিয়াদের। ৪৯.৪ ওভারে ২১২ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলার (১০১) এবং হাইনরিখ ক্লাসেন (৪৭) ছাড়া কোন ব্যাটার দাঁড়াতেই পারলেন না।
প্রথম উইকেটের জন্য ৬০ রান যোগ করেন ওপেনাররা। অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড করেন ৬২ রান, স্মিথ করে ৩০। ডেভিড ওয়ার্নার ২৯ রান করে আউট হন। যখন মনবে হচ্ছিল অস্ট্রেলিয়া সহজে ম্যাচে জিতে যাবে, তখনই দক্ষিণ আফ্রিকার বোলাররা কামব্যাক করে ম্যাচে। হাড্ডাহাড্ডি লড়াই করে দুই দলই। ১৯৩ রানের মাথায় ৭ উইকেট পর্যন্ত হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। কিন্তু বলে সব ভালো যার শেষ ভালো তার। শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ২১৫/৭ করে ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া। ফাইনালে তাদের মুখোমুখি ভারতের সাথে।