দেশ বিভাগে ফিরে যান

ভারতীয় দণ্ডসংহিতা নিয়ে ইন্ডিয়া জোটের সাংসদদের দাবি মেনে নিল সংসদীয় কমিটি

November 16, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম— দেশের আইন-শৃঙ্খলার খোলনলচে বদলে দেওয়া তিনটি বিল নিয়ে বিজেপি শিবিরের তাড়াহুড়ো দেখে আপত্তি তুলেছিল বিরোধী শিবির। বিরোধীদের ইন্ডিয়া জোটের একাধিক সাংসদ এ নিয়ে ধীরেসুস্থে এগোনোর দাবি তুলেছেন। তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন-সহ বিরোধী শিবিরের সাংসদেরা দাবি তুলেছিলেন, এত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা শুরুর আগে আরও সময় প্রয়োজন।

শেষপর্যন্ত ইন্ডিয়া জোটের সাংসদদের দাবি মেনে নিল বিজেপি সাংসদ ব্রিজলালের নেতৃত্বাধীন সংসদীয় স্থায়ী কমিটি। গত শুক্রবার রাজ্যসভায় পেশ হয় দণ্ডসংহিতা নিয়ে সংসদীয় কমিটির রিপোর্ট। সেখানে বলা হয়েছে, ছাপার একটিও ভুল এই আইন প্রণনয়নের উদ্দেশ্য ব্যাহত করতে পারে এবং আইনটি সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হতে পারে। ফলে, মন্ত্রককে এই ভুল সংশোধন করতে হবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

#dand sanhita, #Parliamentary committees, #opposition, #indian penal code, #INDIA Opposition Unity

আরো দেখুন