স্বস্তি সুস্থতায়! ফের রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় বেশি করোনাজয়ী

এদিনও ৩ হাজারেরও বেশি রোগী করোনাকে জয় করে বাড়ি ফিরলেন। বাড়ল সুস্থতার হারও। যা নিঃসন্দেহে ইতিবাচক।

August 11, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যজুড়ে বাড়ছে সংক্রমণ। আর সেই সঙ্গে প্রতিদিনই চিন্তার ভাঁজ গভীর হচ্ছে বঙ্গবাসীর। কিন্তু গত দুদিন ছবিটা একটু অন্যরকম। বলা ভাল, পরিসংখ্যান স্বস্তিই দিচ্ছে। কারণ গতকালের মতো মঙ্গলবারও আক্রান্তের (Coronavirus) তুলনায় বেশি করোনাজয়ীর সংখ্যাই। এদিনও ৩ হাজারেরও বেশি রোগী করোনাকে জয় করে বাড়ি ফিরলেন। বাড়ল সুস্থতার হারও। যা নিঃসন্দেহে ইতিবাচক।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে রাজ্যে বাড়তে থাকা সুস্থতার হার দেখে তিনি বলেন, দেশ সঠিক পথেই এগোচ্ছে। আর তারপরই রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানে মিলল স্বস্তি। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩ হাজার ৬৭ জন। যার মধ্যে শুধু কলকাতাতেই সুস্থ হয়ে উঠেছেন ৮৭৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনামুক্ত ৭৩ হাজার ৩৯৫ জন। ঊর্ধ্বমুখী সুস্থতার গ্রাফ। রাজ্যের ৭১.৩৯ শতাংশ মানুষ করোনাকে হারিয়েছেন। তাঁরাই আশা জোগাচ্ছেন। মারণ ভাইরাসে আক্রান্ত হলেও যে সঠিক চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব, এ কথাই যেন প্রমাণ করে দিচ্ছেন তাঁরা। নানা বয়সের মানুষই এই ভাইরাসকে হারাতে সফল হচ্ছেন।

এদিকে স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ২,৯৩১ জন। করোনার বলি ৪৯ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen