ঘরের মাঠে স্বপ্নভঙ্গ ভারতের! ‘মিশন হেক্সা’ পূরণ করল অজিরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কাপ উঠল অজিদের হাতে, এই নিয়ে ছ’বার বিশ্বজয় করল অস্ট্রেলিয়া। ২০০৩-র বদলা আর হল না! আজ মোতেরায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করে দশ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে রোহিতরা। রান তাড়া করতে নেমে ট্রেভিস হেডের সেঞ্চুরিই পার্থক্য গড়ে দেয়, হেড একাই যেন কোহলিদের ট্রফি ছিনিয়ে নিয়ে গেলেন। শামি, বুমরাহরা ভাল শুরু করলেও ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যায় অজিরা। ফাইনালে ছয় উইকেটে ভারতকে হারায় কামিন্সরা।
রোহিত শর্মা ৩১ বলে ৪৭ করে শুরু করলেও বাকি ব্যাটাররা কার্যত ব্যর্থ হন। গিল ফেরেন চার রানে। পঞ্চম ওভারেই গিলকে ফেরান মিচেল স্টার্ক। অজিদের আগুনে বোলিং, দুর্ধর্ষ ফিল্ডিং এবং প্যাট কামিন্সের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবি হয়। দশম ও একাদশ ওভারে রোহিত ও শ্রেয়স ফেরেন। বিরাট কোহলি ৬৩ বলে ৫৪ রানে ও কে এল রাহুল ১০৭ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে দুশো পেরোয় ভারত। স্টার্ক ৩ উইকেট নিয়েছেন, দুটি করে উইকেট নিয়ে কামিন্স ও হ্যাজলউড।
রান তাড়া করতে নেমে ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আজিরা। ওয়ার্নারকে ফেরান শামি। মার্স ও স্মিথকে সাজঘরে পাঠান বুমরাহ। লাবুশেন এবং হেড জুটি বেঁধে লড়তে আরম্ভ করেন। হেড সেঞ্চুরি করেন। হাফ সেঞ্চুরি করেন লাবুশেন। ৪২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় হেডরা। ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন হেড, ১৫টি চার ও চারটি ছক্কায় সাজানো ছিল হেডের ইনিংস। ৫৮ রানে অপরাজিত ছিলেন লাবুশেন।
দেখুন ফাইনালের প্রতি মুহূর্তের LIVE UPDATE
- সাত ওভার বাকি থাকতে ৬ উইকেটে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।
- আউউউউটটটট! সিরাজের বলে আউট ট্রাভিস হেড
- ৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৯৩/৩
- ৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৭/৩
- ২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৩৯/৩
- ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান অজিদের।
- ১৫ ওভারে অজিদের সংগ্রহ ৭৮/৩
- ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬২/৩
- আউউউউটটটট! বুমরার বলে আউট স্টিভেন স্মিথ (৪)
- ৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪১/২
- আউউউউটটটট! মার্শকে (১৫) ফেরালেন বুমরাহ
- আউউউউটটটট! শামির বলে ডেভিড ওয়ার্নার (৭)
- প্রথম ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫/০
- আউউউউটটটট! শেষ বলে আউট কুলদীপ যাদব (১০)। ৫০ তম ওভার শেষে ভারত তুলল ২৪০ রান।
- ৪৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ২২৭/৯
- উপপপসসস… নবম উইকেট হারাল ভারত, আউট সূর্যকুমার যাদব (১৮)
- ৪৫ ওভারে ভারতের সংগ্রহ ২১৫/৮
- আউউউউটটটট! ১০ বলে ৬ রান করে সাজঘরে ফিরলেন মহম্মদ শামি
- উপপপপসসস… মিচেল স্টার্কের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন কে এল রাহুল(৬৬)
- ৪০ ওভারে ভারতের সংগ্রহ ১৯৭/৫
- ৩৬ ওভার শেষে ভারতের সংগ্রহ ১৭৮/৫
- আউউউউটটটট! ৩৫.৫ ওভারে আউট রবীন্দ্র জাদেজা
- হাফসেঞুরি! ৮৬ বলে অর্ধশতরান পূর্ণ করলেন কে এল রাহুল।
- ৩০ ওভারে ভারতের সংগ্রহ ১৫২/৪
- আউউউউটটটট! ৫৪ রানে আউট বিরাট
- হাফসেঞ্চুরি, ৫৬ বলে ৫০ রান করলেন বিরাট কোহলি
- ২৫ ওভারে ভারতের সংগ্রহ ১৩১/৩
- ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ ১১৫/৩
- ১৫ ওভার শেষে ভারতের স্কোর ৯৭/৩
- আউউউউটটটট! রোহিতের পর কামিন্সের বলে আউট শ্রেয়সও (৪) । ক্রিজে ব্যাট করছেন কেএল রাহুল এবং বিরাট কোহলি।
- ১০ ওভার শেষে ভারতের স্কোর ৮০/২
- আউউউউটটটট! ম্যাক্সওয়েলের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন রোহিত(৪৭)
- ৫ ওভার শেষে ভারতের স্কোর ৩৭/১
- আউউউউটটটট! স্টার্কের বলে আউট হয়ে সাজঘরে ফিরলেন শুভমন(৪)
- প্রথম ওভার শেষে ভারতের সংগ্রহ ৩/০
- আশ্বিন খেলছেন না। সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়েই ফাইনালে রোহিত বাহিনী
- টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালো অস্ট্রেলিয়া