রাজ্য বিভাগে ফিরে যান

বাড়তে পারে ঠাণ্ডার প্রকোপ? নাকি বঙ্গে ফের বৃষ্টির আশঙ্কা, রইল UPDATE

November 20, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীত-শীত ভাব থাকলেও খাতায় কলমে এখনও বঙ্গে শীত আসেনি। বাতাসে জলীয় বাষ্পের অস্তিত্ব থাকায় কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেতে পারে।

পশ্চিমের জেলাগুলিতে আগামী ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আজ ও আগামীকাল আকাশ আংশিক মেঘলা হওয়ায় তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে। তবে আপাতত মনে করা হচ্ছে, সপ্তাহের শেষদিকে আকাশ একেবারে পরিস্কার হয়ে গেলে পারদ দ্রুত হারে নামতে পারে।

আকাশে আংশিক মেঘলা থাকলেও নামবে না তাপমাত্রার পারদ। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস৷

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪-৫ দিনে মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন‌ও সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার নাগাদ দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উপকূলের দুই একটি জেলাতেও হালকা বৃষ্টিপাতের হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Winter, #Rain, #Weather Update, #West Bengal Weather, #West Bengal

আরো দেখুন