রাজ্য বিভাগে ফিরে যান

দেশে মাথাপিছু টেলিফোন সংযোগ হারে সামান্য বৃদ্ধি! কোথায় দাঁড়িয়ে বাংলা?

November 20, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশে বৃদ্ধি পেল মাথাপিছু টেলিফোন সংযোগের হার। যদিও বৃদ্ধির হার সামান্যই। টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া, ৩১ আগস্ট পর্যন্ত রিপোর্ট প্রকাশ করেছে। তাতেই উঠে এসেছে এই তথ্য। জানা গিয়েছে, আগস্ট পর্যন্ত দেশের টেলি ঘনত্বের হার ৮৪.৬৯ শতাংশ। প্রতি ১০০ জনে প্রায় ৮৫ জন টেলিফোন ব্যবহার করেন। মোবাইল ও ল্যান্ডলাইন মিলিয়ে এই পরিসংখ্যান উঠে এসেছে। বাংলায় আগস্ট পর্যন্ত টেলি ঘনত্বের হার ছিল ৮১.৬৫ শতাংশ। জুলাই মাসে হার ছিল ৮১.৭ শতাংশ। বাংলায় এক মাসে মাথাপিছু টেলিফোন গ্রাহক সামান্য কমেছে। টেলি ঘনত্বের হার গত ক’বছরে সামান্য বাড়লে-কমলেও, সার্বিকভাবে গ্রাহক বাড়ছে না। তার কারণ টেলিফোনের খরচ। গত কয়েক বছরে যেভাবে খরচ বেড়েছে, তা আম জনতার বিপদ বাড়িয়েছে।

টেলিফোন ব্যবহারের নিরিখে এগিয়ে দিল্লি, রাজধানীতে টেলি ঘনত্বের হার ২৭৩.১ শতাংশ। দিল্লিতে এক ব্যক্তির একাধিক নম্বর ব্যবহার করার হার বেশি। টেলি-ঘনত্বের নিরিখে বাংলার জায়গা ১২ নম্বরে। হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কেরল এবং দিল্লি রয়েছে বাংলার আগে। জুলাইয়ের তুলনায় আগস্টে গ্রামে টেলি ঘনত্ব সামান্য বেড়েছে বলেই জানাচ্ছে ট্রাই। শহরাঞ্চলে হার একই রয়েছে। জুলাই মাসে গ্রামে টেলি ঘনত্বের হার ছিল ৫৭.৮৩ শতাংশ, আগস্টে সেই হার পৌঁছেছে ৫৭.৯৭ শতাংশে। শহরাঞ্চলের হার জুলাই ও আগস্টে প্রায় সমান সমান, ১৩৩.৫৫ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #West Bengal, #Landline phone connections, #telephone connection

আরো দেখুন