পাহাড়ে পদ্ম ভোটব্যাঙ্কে থাবা বসাতে কোন অস্ত্রে শান গুরুংয়ের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোর্খাদের দাবি-দাওয়া মেটানোর কথা বলে বারবার পাহাড়ে ভোট ভিক্ষা করেছে বিজেপি। পাহাড় সমর্থনও দিয়েছে পদ্মবাহিনীকে। এবার পদ্মের অস্ত্রেই শান দিচ্ছেন বিমল গুরুং! ভোটের আগে গোর্খাদের দাবি নিয়ে সরব হলেও, নির্বাচন মিটতেই অন্য সুর শোনা যায় বিজেপি নেতাদের গলায়। ফের ভোটের মুখে নয়া আশ্বাসবাণী শোনায় বিজেপি। ফলে বিজেপিতে আর আস্থা রাখতে রাজি নন বিমল গুরুং। পদ্ম শিবির থেকে আগেই সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছিলেন তিনি। এবার গেরুয়া ভোটব্যাঙ্কে ফাটল ধরাতে নিজেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছেন পাহাড়ের বিমল গুরুংরা। ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেটের ছত্রছায়ায় লোকসভায় উত্তরবঙ্গে প্রার্থী দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।
২৫ নভেম্বর শিলিগুড়িতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে চলেছেন উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবিতে বাঁধা নয় সংগঠনের নেতারা। শনিবার গোর্খা জনমুক্তি মোর্চার যুব সংগঠনের সঙ্গে মঞ্চের নেতাদের পাহাড়ে বৈঠক হয়েছে। বৈঠকে লোকসভা নির্বাচনে উত্তরের সমস্ত আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
২৫ তারিখ শিলিগুড়ির বৈঠকে বিমল গুরুংয়ের উপস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। খবর মিলেছে বৈঠকে, মোর্চা প্রধান বিমল গুরুং, মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি, মঞ্চের কনভেনর অধীর রায়সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন। বৈঠকে লোকসভায় প্রার্থী দেওয়ার পাশাপাশি আন্দোলনের রুপরেখাও তৈরি হতে পারে জানা যাচ্ছে। উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের ভোট ব্যাঙ্কে বড়সড় ফাটল ধরানোই গুরুংদের লক্ষ্য। সেই মতো কৌশল সাজানো হচ্ছে।