রাজ্য বিভাগে ফিরে যান

লোকসভায় গেরুয়া প্রার্থী হওয়ার প্রস্তাব আসতেই কি অ্যাডভোকেট জেনারেল পদে ইস্তফা?

November 20, 2023 | < 1 min read

লোকসভায় গেরুয়া প্রার্থী হওয়ার প্রস্তাব আসতেই কি অ্যাডভোকেট জেনারেল পদে ইস্তফা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সদ্যই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিয়েছেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে প্রার্থী হিসেবে বিজেপির প্রথম পছন্দ রাজ্যের বিদায়ী অ্যাডভোকেট জেনারেল। তুঙ্গে জল্পনা। উল্লেখ্য, সৌমেন্দ্রবাবুর রাজনৈতিক পরিচয় রয়েছে। তিনি প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জলুবাবুর পুত্র। ১৯৯৮ সালে জলুবাবু বিজেপিতে যোগ দেন। ১৯৯৯ সালে কৃষ্ণনগর থেকে জিতে বাজপেয়ি মন্ত্রিসভার সদস্য হন। একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। ২০০১ সালে নদীয়ার নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিজেপির টিকিটে ভোটে লড়েছিলেন। কিন্তু পরাজিত হন। তারপর থেকে আর রাজনীতির সঙ্গে যুক্ত হননি তিনি।

আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে ফের ভোট ময়দানে নামাতে চাইছে বিজেপির একাংশ। শোনা যাচ্ছে, ২০২১-র বিধানসভা ভোটে সৌমেন্দ্রনাথবাবুকে বিজেপি প্রার্থী করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখান করেন। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মতো দেশের প্রথমসারির আইনজীবী সামনে রেখেই রাজনৈতিক ফয়দা তুলতে চাইছে বিজেপি।

তবে রাজ্য বিজেপির সঙ্গে মুখোপাধ্যায় পরিবারের খুব একটা সখ্যতা নেই। এখনও রাজনাথ সিং, নীতিন গড়করিদের সঙ্গে মুখোপাধ্যায় ফ্যামিলির যোগযোগ রয়েছে। ফলে সরাসরি দিল্লি থেকে প্রস্তাব এসেছে বলেও জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#advocate general, #Adg, #soumendranath mukherjee, #West Bengal, #politics

আরো দেখুন