আজ জগদ্ধাত্রী পুজোর নবমী তিথিতে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি হবে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ জগদ্ধাত্রী পুজোর নবমী তিথি। গোটা বাংলায় আলোর রোশনাই। বাংলার কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে, তা দেখে নিন। আগামী ৪-৫ দিন পশ্চিমবঙ্গের সব জেলার তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমে যেতে পারে। অর্থাৎ এই সপ্তাহে আরও ঠান্ডা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। এর মাঝে আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের কোনও জেলায় বৃষ্টি হবে না।
আজ কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। সর্বনিম্ন তপমাত্রা ২৯ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
উত্তরবঙ্গে আজ দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে।
দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। তবে সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলা আবহাওয়া বেশ কিছুটা উষ্ণ থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি থাকবে। সকাল সন্ধ্যে শীতের আমেজ বাড়বে। আজ মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বৃষ্টি হবে না।