বঙ্গজুড়ে হিমের পরশ, জাঁকিয়ে শীতের ইনিংস কবে?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গে আরও নিম্নগামী তাপমাত্রার পারদ। নভেম্বরের শেষ সপ্তাহেই শীতের আমেজ রাজ্যে। আজ তাপমাত্রা আরও খানিকটা নামতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে যে আগামী কয়েকদিনে আরও নামতে পারে পারদ। ধীরে ধীরে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে একেবারে জাঁকিয়ে শীত পড়তে আরও কয়েকদিন সময় লাগতে পারে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামে ২১ ডিগ্রির আশপাশে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনে শহরের তাপমাত্রা আরও নামতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১৫ ডিগ্রিতে নামবে পারদ। পুরুলিয়ার তাপমাত্রা পনেরোর ঘরে। বাঁকুড়াতেও পারদ নেমেছে ১৬ ডিগ্রিতে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত পরিষ্কার আকাশ থাকবে। সেখানেও তাপমাত্রা ক্রমেই নামতে থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।