ডিসেম্বরের শুরুতেই আসছে মিগজাউম, ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গে কতটা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডিসেম্বরের শুরুতেই ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার, ২৫ নভেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। ফলে ২৬ নভেম্বর রবিবার, দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এটি পরে গভীর নিম্নচাপ ও ঘূণিঝড়েও বদলে যেতে পারে। ঘূর্ণিঝড় এলে তার নাম হবে ‘মিগজাউম’। ঘূর্ণিঝড়ের অভিমুখ বাংলাদেশের দিকেও হতে পারে।
হাওয়া অফিস আরও জানিয়ে যে, পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে নিম্নচাপটি এগিয়ে যাবে। ২৭ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের উপরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি।
আজ শনিবার, আকাশ পরিস্কার থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮° ও সর্বনিম্ন ১৯° সেলসিয়াস থাকবে।