ইকোপার্কে শুরু হল হস্তশিল্প মেলা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীতের শুরুতে বসল হস্তশিল্প মেলা। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তিলোত্তমা শহর উত্সরব মুখোর বাঙালিকে উত্সাঙহ দেওয়ার চিরকাল এক ধাপ এগিয়ে রয়েছে। বইমেলা থেকে খাদ্য মেলা, পর্যটন মেলা থেকে হস্তশিল্প মেলা প্রতিবছরই এই সব ধরনের মেলা হয় কলকাতার বুকে।
শুক্রবার নিউটাউনের ইকোপার্কে শুরু হল পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা। আয়োজক ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্রদপ্তর। ইকোপার্কের এক নম্বর গেট চত্বরে সাত হাজার শিল্পীর তৈরি সামগ্রী নিয়ে মেলা শুরু হল। গত বছরের রেকর্ড ভেঙে এবার ১০০ কোটি টাকার বিক্রির আশা করছে দপ্তর।
শুক্রবার বিকেলে দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার সূচনা করেন। তিনি ছাড়াও, দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে, বিশেষ সচিব দেবাশিস বন্দ্যোপাধ্যায় সহ অনেকে উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ‘শিল্পীরা যাতে বাড়িতে বসেই হস্তশিল্প সামগ্রী বিক্রি করতে পারেন তার জন্য ই-কমার্স তথা অনলাইন ব্যবস্থা চালুর জন্য একটি সংস্থার সঙ্গে কথা হচ্ছে। এতে শিল্পীরা উপকৃত হবেন।’