রাজ্য বিভাগে ফিরে যান

শৌচালয় নির্মাণেও এগিয়ে বাংলা, বলছে কেন্দ্রের রিপোর্ট

November 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গঙ্গা তীরবর্তী গ্রামগুলোর বিভিন্ন বাড়িতে শৌচালয় নির্মাণে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশকেও পিছনে ফেলে দিয়েছে বাংলা। কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই এমন তথ্য প্রকাশ পেয়েছে। মোট পাঁচটি রাজ্যের দেড় হাজারেরও বেশি গ্রাম পঞ্চায়েতের নিরিখে এমনই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকার।

গ্রামাঞ্চলের প্রত্যেক বাড়িতে শৌচালয় নির্মাণের পোশাকি নাম আইএইচএইচএল অথবা ‘ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাট্রিন’। যে পাঁচটি রাজ্যকে নিয়ে রিপোর্ট দিয়েছে কেন্দ্রের মোদি সরকার, সেগুলি হল উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ। রিপোর্টটি দেওয়া হয়েছে গত ৩১ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। ওই পাঁচ রাজ্যের মোট ১ হাজার ৬৬২টি গ্রাম পঞ্চায়েতের নিরিখে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। দেখা যাচ্ছে, গঙ্গা তীরবর্তী দেড় হাজারেরও বেশি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ১২ লক্ষ ৩৮ হাজার ৭৫টি শৌচালয় নির্মাণ করা হয়েছে। এর মধ্যে শীর্ষ স্থানে থাকা পশ্চিমবঙ্গে নির্মিত হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৭৬টি। দ্বিতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশে নির্মিত হয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৫৪৮টি শৌচালয়। তৃতীয় স্থানে রয়েছে বিহার। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ড।

গঙ্গা তীরবর্তী এলাকার ক্ষেত্রে সারা দেশে মোট ৪ হাজার ৫০৭টি গ্রামকে খোলা জায়গায় শৌচ-মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গেরই ২ হাজার ১০৫টি গ্রাম। উত্তরপ্রদেশের ক্ষেত্রে এই সংখ্যাটি হল ১ হাজার ৬৩৮টি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Nirmal Bangla Scheme, #Misson Nirmal Bangla, #Centre report

আরো দেখুন