এগিয়ে থেকেও ড্র, চেন্নাইয়িনের বিরুদ্ধে জয় পেল না ইস্টবেঙ্গল

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও প্রথমবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে জেতা হল না ইস্টবেঙ্গলের

November 25, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও প্রথমবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে জেতা হল না ইস্টবেঙ্গলের। ম্য়াচের ৮৬ মিনিটে পার্দোর ভুলে চেন্নাইয়িন এফসিকে সমতায় ফেরান নিনথয়। ফলে ম্যাচের শেষে স্কোর হলো ১-১।

দুটো হলুদ কার্ড দেখে, লাল কার্ড দেখেন চেন্নাইয়িন এফসির রায়ন এডওয়ার্ড। দশ জনের চেন্নাইয়িনকে শেষ বেলায় গোল দিতে পারেনি লাল হলুদ ব্রিগেড।

আজ খেলার দ্বিতীয়ার্ধে পার্দোর ভুলকে কাজে লাগিয়ে চেন্নাইয়িন এফসির নিনথয় গোল করে সমতা ফেরান। ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করে ইস্টবেঙ্গল।

এদিন ২৯ মিনিটে গোল করে ইস্টবেঙ্গল। গিল দারুণ একটা থ্রো করেন, বল পেয়ে চেন্নাইয়িনের বক্সের কাছে পৌঁছে যান পিভি বিষ্ণু। বলটি গোলের দিকে মারেন তবে এই শটটি বাঁচাতে গিয়ে ভুল করে বসেন আয়ুষ অধিকারি। শেষ পর্যন্ত গোল হজম করে চেন্নাইয়িন, ১-০ এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen