বিয়েতে কেমন সাজ ছিল পরম-পিয়ার? কী বলল টলিউড? দেখে নিন
শেষ পর্যন্ত সাত পাকে বাঁধা পড়লেন টলিউডের অন্যতম ‘ব্যাচেলর বয়’ পরমব্রত চট্টোপাধ্যায়।
November 27, 2023
|
2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেষ পর্যন্ত সাত পাকে বাঁধা পড়লেন টলিউডের অন্যতম ‘ব্যাচেলর বয়’ পরমব্রত চট্টোপাধ্যায়। বিয়ে করলেন মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীকে। কলকাতায় যোধপুর পার্কের বাড়িতেই পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে এদিন রেজিস্ট্রি করে বিয়ে হলো তাঁদের।

এদিন পরম ছিলেন ঘরোয়া সাদামাটা সাজেই ,পরেছিলেন মেটে রঙের পাঞ্জাবি, সাদা চোস্তা আর জওহর কোর্ট। পিয়ার পরনে ছিল লালপাড় সাদা শাড়ি। সঙ্গে লাল ব্লাউজ। আর কিছু সোনার গয়না।

এদিন তাঁদের শুভেচ্ছা জানালেন টলিউডের অনেক সহকর্মী। কী বললেন তাঁরা, দেখে নিন।
