সুখবর! ফের মা হচ্ছেন করিনা কাপুর খান

সইফ, করিনার ভক্ত এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানানো হয়েছে পিআর টিমের তরফে।

August 12, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

​ফের মা হচ্ছেন করিনা কাপুর খান। অর্থাত ছোট্ট তৈমুর এবার বড় দাদা হতে চলেছে। কি অবাক লাগছে শুনে! তবে সইফ আলি খানের পিআর টিমের তরফে জানোনা হয়েছে এই খবর।

সইফের পিআর টিমের তরফে জানানো হয়েছে, খান পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। অর্থাত ফের বাবা হচ্ছেন সইফ আলি খান। দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা করিনা কাপুর খান। সইফ, করিনার ভক্ত এবং শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানানো হয়েছে পিআর টিমের তরফে।

২০১৬ সালের ডিসেম্বর জন্ম হয় তৈমুর আলি খানের। সইফ-করিনার সন্তানকে নিয়ে ওই সময় প্রায় উতসবে মেতে ওঠেন তাঁদের ভক্তরা। জন্মের পর থেকে তৈমুরের বেড়ে ওঠা, সবকিছুকেই সেলিব্রেট করতে শুরু করেন দুই তারকার ভক্তরা। শুধু তাই নয়, ক্রমাগত লাইমলাইটে থাকা তৈমুরের আদলে একটি পুতুলও তৈরি হয়ে যায়। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে।

তবে তৈমুরকে সব সময় ক্যামেরার ফ্ল্য়াশে রাখবেন না। তাকেও আর পাঁচজন সাধারণ শিশুর মতো বেড়ে উঠতে দিন বলে আবেদন করেন সইফ, করিনা দুজনেই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen