রাজ্য বিভাগে ফিরে যান

২৮শে আগস্ট হচ্ছে না রাজ্যে লকডাউন

August 12, 2020 | < 1 min read

আগামী ২৮শে আগস্ট হচ্ছে না রাজ্যে লকডাউন। টানা ৫ দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ হয়ে যাবে বলে এই সিদ্ধান্ত সরকারের।

আগস্ট মাসে সপ্তাহে দু’দিন করে লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু নানা উৎসব অনুষ্ঠানের কারণে অনেকগুলি দিন বদল করা হয়।

ঈদ, স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমা, গণেশ চতুর্থী, মনসা পুজোর জন্য বদল করা হয় লকডাউনের দিন।

যে দিনগুলি রাজ্যে পূর্ণ লকডাউন হবে:

২০শে আগস্ট, ২১শে আগস্ট, ২৭শে আগস্ট, ৩১শে আগস্ট।

উল্লেখ্য, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮শে আগস্ট। সেই দিন লকডাউন প্রত্যাহারের আর্জি জানিয়ে সরকারকে চিঠি দিয়েছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #lock down

আরো দেখুন